ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

টানা চতুর্থবারের মতো সেরা দশে ‘মানবকণ্ঠ’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০১৬
  • ২৮৬ বার

প্রচার সংখ্যায় সেরা দশে এবারও নিজের অবস্থান অক্ষুণ্ন রেখেছে দৈনিক মানবকণ্ঠ। ১ লাখ ৬১ হাজার ৫০ কপি প্রচার সংখ্যা নিয়ে টানা চতুর্থবারের মতো নিজের অবস্থান অক্ষুণ্ণ রেখেছে পত্রিকাটি। তবে বরাবরের মতো শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ প্রতিদিন (৫লাখ ৫৩হাজার ৩শ)। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বুধবার জাতীয় সংসদে বগুড়া-৬ আসনের এমপি মো. নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে প্রচার সংখ্যার ভিত্তিতে মিডিয়াভুক্ত দেশের ৪৩০টি দৈনিক পত্রিকার তালিকা প্রদান করেন।
সংসদে দেয়া মন্ত্রীর তালিকানুযায়ী, সেরা দশে অবস্থানকারী অন্য পত্রিকাগুলোর মধ্যে ৫ লাখ ১ হাজার ৮০০ প্রচার সংখ্যা নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে প্রথম আলো। আর ২ লাখ ৫০ হাজার ৮২০ প্রচার সংখ্যা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কালের কণ্ঠ।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, বর্তমানে মিডিয়াভুক্ত পত্রিকার সংখ্যা ৫২৮। এরমধ্যে ঢাকা থেকে প্রকাশিত হয় ২৪৫টি এবং মফস্বল থেকে প্রকাশিত হয় ২৮৩টি। সংসদে দেয়া মন্ত্রীর তালিকানুযায়ী, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার মধ্যে ৪র্থ স্থানে রয়েছে জনকণ্ঠ (২ লাখ ৪০ হাজার), ৫ম স্থানে রয়েছে দৈনিক যুগান্তর (২ লাখ ৪০ হাজার), ৬ষ্ঠ স্থানে রয়েছে আমাদের সময় (২ লাখ ৪০ হাজার), ৭ম স্থানে রয়েছে দৈনিক ইত্তেফাক (২ লাখ ৩৮ হাজার ৭৫০), ৮ম স্থানে রয়েছে দৈনিক সমকাল (২ লাখ ৭ হাজার ৪৪৫) ও ৯ম স্থানে রয়েছে ভোরের কাগজ (১ লাখ ৬১ হাজার ১৫০) ও দশম স্থানে মানবকণ্ঠ (১ লাখ ৬১ হাজার ৫০ কপি)।
এরপর প্রচার সংখ্যার ভিত্তিতে ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে, সকালের খবর, ভোরের পাতা, আলোকিত বাংলাদেশ, ইনকিলাব, নয়া দিগন্ত, মানবজমিন, আমাদের অর্থনীতি, সংবাদ প্রতিদিন, আমার সংবাদ, বণিক বার্তা, যায়যায়দিন, ভোরের ডাক, সংবাদ, গণকণ্ঠ ও আজকালের খবর।
ইংরেজি পত্রিকার মধ্যে প্রথম ও প্রচার সংখ্যার ভিত্তিতে ২৬তম স্থানে রয়েছে ডেইলি স্টার (৪৪,৫৯২), দ্বিতীয় স্থানে রয়েছে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস (৩৯,০১০), তৃতীয় স্থানে রয়েছে নিউ এজ (৩৩,৫০০), ৪র্থ স্থানে রয়েছে ডেইলি সান (৩৩,৮০০), ৫ম স্থানে রয়েছে, ডেইলি অবজারভার (৩৩,৮০০) এবং ৬ষ্ঠ স্থানে রয়েছে ইনডিপেন্ডেন্ট (৩২,৬০০), ৭ম স্থানে ঢাকা ট্রিবিউন, ৮ম স্থানে নিউ ন্যাশন, ৯ম স্থানে এশিয়ান এইজ ও ১০ম স্থানে ডেইলি আওয়ার টাইম। এসব পত্রিকায়ই ৮ম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করছে বলেও তথ্য মন্ত্রী সংসদকে জানান।

মানবকণ্ঠ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

টানা চতুর্থবারের মতো সেরা দশে ‘মানবকণ্ঠ’

আপডেট টাইম : ১২:৩৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০১৬

প্রচার সংখ্যায় সেরা দশে এবারও নিজের অবস্থান অক্ষুণ্ন রেখেছে দৈনিক মানবকণ্ঠ। ১ লাখ ৬১ হাজার ৫০ কপি প্রচার সংখ্যা নিয়ে টানা চতুর্থবারের মতো নিজের অবস্থান অক্ষুণ্ণ রেখেছে পত্রিকাটি। তবে বরাবরের মতো শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ প্রতিদিন (৫লাখ ৫৩হাজার ৩শ)। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বুধবার জাতীয় সংসদে বগুড়া-৬ আসনের এমপি মো. নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে প্রচার সংখ্যার ভিত্তিতে মিডিয়াভুক্ত দেশের ৪৩০টি দৈনিক পত্রিকার তালিকা প্রদান করেন।
সংসদে দেয়া মন্ত্রীর তালিকানুযায়ী, সেরা দশে অবস্থানকারী অন্য পত্রিকাগুলোর মধ্যে ৫ লাখ ১ হাজার ৮০০ প্রচার সংখ্যা নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে প্রথম আলো। আর ২ লাখ ৫০ হাজার ৮২০ প্রচার সংখ্যা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কালের কণ্ঠ।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, বর্তমানে মিডিয়াভুক্ত পত্রিকার সংখ্যা ৫২৮। এরমধ্যে ঢাকা থেকে প্রকাশিত হয় ২৪৫টি এবং মফস্বল থেকে প্রকাশিত হয় ২৮৩টি। সংসদে দেয়া মন্ত্রীর তালিকানুযায়ী, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার মধ্যে ৪র্থ স্থানে রয়েছে জনকণ্ঠ (২ লাখ ৪০ হাজার), ৫ম স্থানে রয়েছে দৈনিক যুগান্তর (২ লাখ ৪০ হাজার), ৬ষ্ঠ স্থানে রয়েছে আমাদের সময় (২ লাখ ৪০ হাজার), ৭ম স্থানে রয়েছে দৈনিক ইত্তেফাক (২ লাখ ৩৮ হাজার ৭৫০), ৮ম স্থানে রয়েছে দৈনিক সমকাল (২ লাখ ৭ হাজার ৪৪৫) ও ৯ম স্থানে রয়েছে ভোরের কাগজ (১ লাখ ৬১ হাজার ১৫০) ও দশম স্থানে মানবকণ্ঠ (১ লাখ ৬১ হাজার ৫০ কপি)।
এরপর প্রচার সংখ্যার ভিত্তিতে ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে, সকালের খবর, ভোরের পাতা, আলোকিত বাংলাদেশ, ইনকিলাব, নয়া দিগন্ত, মানবজমিন, আমাদের অর্থনীতি, সংবাদ প্রতিদিন, আমার সংবাদ, বণিক বার্তা, যায়যায়দিন, ভোরের ডাক, সংবাদ, গণকণ্ঠ ও আজকালের খবর।
ইংরেজি পত্রিকার মধ্যে প্রথম ও প্রচার সংখ্যার ভিত্তিতে ২৬তম স্থানে রয়েছে ডেইলি স্টার (৪৪,৫৯২), দ্বিতীয় স্থানে রয়েছে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস (৩৯,০১০), তৃতীয় স্থানে রয়েছে নিউ এজ (৩৩,৫০০), ৪র্থ স্থানে রয়েছে ডেইলি সান (৩৩,৮০০), ৫ম স্থানে রয়েছে, ডেইলি অবজারভার (৩৩,৮০০) এবং ৬ষ্ঠ স্থানে রয়েছে ইনডিপেন্ডেন্ট (৩২,৬০০), ৭ম স্থানে ঢাকা ট্রিবিউন, ৮ম স্থানে নিউ ন্যাশন, ৯ম স্থানে এশিয়ান এইজ ও ১০ম স্থানে ডেইলি আওয়ার টাইম। এসব পত্রিকায়ই ৮ম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করছে বলেও তথ্য মন্ত্রী সংসদকে জানান।

মানবকণ্ঠ