প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পুরস্কার নেবেন বিদ্যা

নিউ ইয়র্কে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দেশে ফিরেই এবার নাটকে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী মিম। চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকা এই তারকা ঈদের বিশেষ নাটকেও এর আগে কাজ করেছেন। তাই এবারের রোজার ঈদের জন্যেও তার হাতে বেশকিছু স্ক্রিপ্ট জমা আছে। অনেক নির্মাতা তাকে কাজের জন্য তাগাদা দিচ্ছেন। তবে মিম একটি সিদ্ধান্ত নিয়েছেন।

মিমের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দেশে ফেরার পর থেকে অনেকে নাটকে কাজ করার জন্য বলছেন। আমিও ভেবেছি এবার একটি মাত্র নাটকে কাজ করব। সেক্ষেত্রে নাটকটি হতে হবে ভালো বাজেটের। আর এর পাশাপাশি আমার কাছে নাটকের গল্পটাও গুরুত্বপূর্ণ। সবকিছু মিলে গেলেই কেবল ঈদের একটি নাটকে দেখা যাবে আমাকে।

এদিকে ১১ মে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করবেন মিম। প্রয়াত নির্মাতা খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ ছবির জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন। এই প্রসঙ্গে মিম বলেন, অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য বড় একটা অর্জন। প্রধানমন্ত্রীর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করব এটা ভেবে আমার খুব ভালো লাগছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর