দিলীপ কুমার দাসঃ ঈশ্বরগঞ্জে বিএনপি’র ইফতারপূর্ব আলোচনায় প্রধানমন্ত্রীকে কটুক্তি করার প্রতিবাদে ছাত্রলীগের প্রতিবাদ মিছিলে পুলিশী হামলায় নেতাকর্মীদের আহত করার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে আ’লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা।
রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ওই কর্মসূচিতে ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া, ওসি তদন্ত জহিরুল ইসলাম মুন্নাসহ যে সকল পুলিশ সদস্য এই হামলার সাথে জড়িত তাদেরকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছাত্রলীগ সভাপতি একেএম ফরিদ উল্লাহ, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক জয়নাল আবেদীন, যুবলীগ সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঞা সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য শরিফুজ্জামান আকন্দ রানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক সামি উসমান গনি, ছাত্রলীগ নেতা আল আমিন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আ’লীগ সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক বজলুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর প্রমুখ। প্রায় ঘন্টা ব্যাপী সড়ক অবরোধের পর উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন যথাযথ কতৃপক্ষের সাথে আলোচনা করার প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করেন নেতাকর্মীরা।
ঈশ্বরগঞ্জ থানার ওসি তদন্ত জহিরুল ইসলাম মুন্না বলেন, গত শনিবার বিকেলে চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠের ইফতার মাহফিলের মঞ্চ ও প্যান্ডল ভাংচুর করছিলো যুবলীগ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী, পরিস্তিতি নিয়ন্ত্রনে লাঠিচার্জ করা হয়েছে।