দিলীপ কুমার দাসঃ শেরপুরের নকলায় বস্তাবন্দী অবস্থায় এক নারীর কংকাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার গণপদ্দি গ্রামের ডিপ টিউবওয়েলের পাশে একটি কলা বাগান থেকে ওই বস্তাভর্তি কংকাল উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নকলা উপজেলার গণপদ্দি গ্রামে জৈনক খৈয়াম এর কলাবাগানে গরুর জন্য ঘাস কাটতে যায় স্থানীয় কয়েকজন কৃষক। ঘাস কাটার সময় ঝোপের ভিতর একটি বস্তা দেখতে পায় তারা।
বস্তা খুলে কাফনের কাপড় পেচানো মানুষের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ বস্তাভর্তি কংকাল উদ্ধার করে থানায় নিয়ে আসে। মাথার চুল দেখে পুলিশের ধারণা এটি একজন নারীর কংকাল। কবর থেকে কংকাল চুরির চক্র এই কাজ করে থাকতে পারে।
কংকালটির ডিএনএ সেম্পল সংগ্রহণ করা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে কংকালটিকে পূণরায় দাফন করা হবে।নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দর হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।