তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ক্যাবল টিভি নেটওয়ার্ককে সন্ত্রাসমুক্ত রাখবে সরকার, অনিয়ম সহ্য করবে না। প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে সুষ্ঠুভাবে নেটওয়ার্ক পরিচালনায় কোনো বাধা নেই।
মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মেগানেট ক্যাবল টিভির পরিচালক মীর হোসাইন আখতারের নেতৃত্বে ২০ সদস্যের ক্যাবল অপারেটরদের একটি দলের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
এসময় ক্যাবল অপারেটরবৃন্দ নেটওয়ার্ক পরিচালনায় সন্ত্রাসের সম্মুখীন হওয়া, নতুন ডিজিটাল সেট টপ বক্স প্রচলনের অনিশ্চয়তা ও ব্যবসায়িক ক্ষতির সংশয় ও ক্যাবল নেটওয়ার্কের আওতার মধ্যে নিজস্ব টেলিভিশন চ্যানেল প্রচারের দাবি তুলে ধরেন। মীর হোসাইন আখতার বলেন, আমরা নতুন ডিজিটাল পদ্ধতি প্রবর্তনের পক্ষে, কিন্তু তাতে কোনো আইনানুগ ব্যবসায়ী যেন ক্ষতির সম্মুখীন না হন, সেদিকে দৃষ্টি দিতে হবে।
মন্ত্রী তাদের সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দেন এবং ক্যাবল নেটওয়ার্কের আওতার মধ্যে নিজস্ব টেলিভিশন চ্যানেল সম্প্রচারের বিষয়ে নীতিমালা তৈরির ক্ষেত্রটি বিবেচনা করবেন বলে জানান।
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আঞ্জুমান আরা, যুগ্মসচিব মো. নাসির উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মতবিনিময়কালে উপস্থিত ছিলেন।