আজকের এই দিনে নিমাই ভট্টাচার্যের জন্ম ও বিনোদ বিহারীর প্রয়াণ

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১০ এপ্রিল ২০২২, রোববার। ২৭ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা
১৮২৫- হাওয়াইতে প্রথম হোটেল চালু হয়।
১৮৭৫- মুম্বাইয়ে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়।
১৯১২- সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক।
১৯৭১- প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়।
১৯৭২- জীবাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্ম
১৭৫৫- জার্মান বংশোদ্ভূত ফরাসি চিকিৎসক ও শিক্ষাবিদ সামুয়েল হানেমান।
১৮৯৫- বিশিষ্ট বাঙালি সাহিত্যিক সীতা দেবী।
১৮৯৭- ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, গান্ধীবাদী নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন।
১৯০১- বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ অমিয় চক্রবর্তী।
১৯৩১- ভারতীয় বাঙালি লেখক নিমাই ভট্টাচার্য। তৎকালীন যশোর জেলার মাগুরা মহকুমার (বর্তমান জেলা) শালিখা থানার অন্তর্গত শরশুনা গ্রামে জন্ম তার। মাত্র তিন বছর বয়সে তিনি মাতৃহীন হন। দেশভাগের পর তিনি পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে স্থায়ী হন। নিমাইয়ের প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫০-এর বেশি। বাংলা সাহিত্যে ‘মেমসাহেব’ উপন্যাসটি তার সবচেয়ে উল্লেখযোগ্য রচনা। মেমসাহেব অবলম্বনে ১৯৭২ সালে একই নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়।

মৃত্যু
১৯৫৪- ফরাসি চলচ্চিত্রনির্মাতা ও চলচ্চিত্রের অগ্রদূত ওগ্যুস্ত ল্যুমিয়ের।
১৯৬৪- বাংলাদেশি নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ।
১৯৮৪- জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক ও ছোটগল্পকার সুমথনাথ ঘোষ।
২০১৩-বাংলাদেশি সমাজকর্মী বিনোদ বিহারী চৌধুরী। ১৯১১ সালের ১০ জানুয়ারি চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানায় জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন বিপ্লবী কর্মী, যিনি বিপ্লবী সূর্য সেনের সহকর্মী ছিলেন। বিপ্লবীদের দলে নাম লেখানোর অল্প দিনের মধ্যেই বিনোদ বিহারী চৌধুরী মাস্টারদা সূর্যসেনের প্রিয়ভাজন হয়ে উঠেছিলেন। ১৯৩০ সালের ঐতিহাসিক অস্ত্রাগার লুণ্ঠনে বিনোদ বিহারী চৌধুরী তাই হতে পেরেছিলেন সূর্যসেনের অন্যতম তরুণ সহযোগী। ১৯৩০ সালের ১৮ এপ্রিল চট্টগ্রামকে তিন দিনের জন্য স্বাধীন করেছিলেন তারা।
২০১৫- অস্ট্রেলীয় ক্রিকেটার রিচি বেনো।

দিবস
আন্তর্জাতিক ভাই-বোন দিবস।
স্বাধীনতার ঘোষণাপত্র দিবস, বাংলাদেশ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর