হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।
৮ এপ্রিল ২০২২, শুক্রবার। ২৫ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ।
ঘটনা
১৯৫৯- পৃথিবী থেকে পাঠানো রাডার সিগন্যাল সূর্যের সঙ্গে ধাক্কা খেয়ে ফিরে আসে।
১৯৭১- ভারতের ত্রিপুরায় বাংলাদেশি শরণার্থীদের জন্য ৯টি শরণার্থী শিবির খোলা হয়।
১৯৭২- বাংলাদেশ সরকার কর্তৃক প্রথম স্থল, নৌ ও বিমান বাহিনী গঠন করা হয়।
১৯৮০- প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মাদ বাকের সাদর এবং তার বোন বিনতুল হুদা ইরাকের বাথ সরকারের হাতে শহীদ হন।
জন্ম
১৮৯২- ভারতীয় বাঙালি ইতিহাসবিদ হেম চন্দ্র রায়চৌধুরী।
১৮৯২- কানাডীয়-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ম্যারি পিকফোর্ড।
১৯১১- নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ মেলভিন কেলভিন।
১৯৩৮- ঘানার কূটনীতিবিদ এবং জাতিসংঘের সপ্তম মহাসচিব কফি আনান।
মৃত্যু
১৮৩৫- জার্মান ভাষাবিজ্ঞানী ভিলহেল্ম ফন হুম্বোল্ট।
১৮৯৪- বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসেবে, সাহিত্য সমালোচক হিসেবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকাসূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তার জন্ম বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে।
১৯৫০- বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী হেমচন্দ্র কানুনগো।
১৯৭৩- স্পেনীয় চিত্রশিল্পী ও ভাস্কর পাবলো পিকাসো। পুরো নাম পাবলো রুইজ ই পিকাসো। পিকাসো, হেনরি মাতিসে এবং মার্সেল ডচাম্প এই তিনজন শিল্পী ২০শ শতাব্দীর শুরুতে প্লাস্টিক আর্টে বৈপ্লবীয় উন্নতি সাধনের মাধ্যমে চিত্রকর্ম, ভাস্কর্য, প্রিন্টমেকিং এবং মৃৎশিল্পে ব্যাপক পরিবর্তন ঘটান। এর মধ্যে পিকাসো ২০শ শতাব্দীর শিল্পে একজন শ্রেষ্ঠ-পরিচিত ব্যক্তিত্বে পরিণত হন।
১৯৮১- বাঙালি পতঙ্গবিশারদ ও উদ্ভিদবিদ গোপালচন্দ্র ভট্টাচার্য।