ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভাষা শহীদ আবদুস সালামের প্রয়াণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।

৭ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার। ২৪ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৭৯৫- ফ্রান্সে মিটারকে দৈর্ঘ্যের একক হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।
১৯৪৮- বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
১৯৫৬- মরক্কোর স্বাধীনতা লাভ।
১৯৭৩- বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু।
১৯৮২- মেক্সিকোয় চিকোনল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে দশ হাজার লোকের প্রাণহানি ঘটে।

জন্ম
১৭৭০- ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ।
১৮৮৯- ল্যাটিন আমেরিকার প্রসিদ্ধ কবি ও লেখক গ্যাব্রিয়েলা মিস্ত্রাল।
১৮৯৭- নাট্যকার, অভিনেতা, সুরকার, বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার তুলসী লাহিড়ী।
১৯১৫- বাঙালি চলচ্চিত্র সাংবাদিক পঙ্কজ দত্ত।
১৯২০- প্রখ্যাত সঙ্গীতজ্ঞ রবি শংকর।

মৃত্যু
১৯৪৭- মার্কিন মোটরযান উৎপাদক হেনরি ফোর্ড।
১৯৫২- ভাষা শহীদ আবদুস সালাম। ১৯২৫ সালের ২৭ নভেম্বর ফেনীর দাগনভূঞা উপজেলার লক্ষণপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার নামানুসারে পরবর্তীতে গ্রামের নামকরণ করা হয় সালামনগর। তার পিতা মোহাম্মদ ফাজেল মিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বাংলাদেশী ভাষা আন্দোলনকর্মী। তিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে সৃষ্ট বাংলা ভাষা আন্দোলনে ১৯৫২ সালে নিহত হন। বাংলাদেশে তাকে শহীদ হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশ সরকার তাকে ২০০০ সালে একুশে পদক (মরণোত্তর) প্রদান করে।

১৯৫৯- প্রখ্যাত জীবনীকার মন্মথনাথ ঘোষ।
১৯৮৬- রাশিয়ান গণিতবিদ ও অর্থনীতিবিদ লিওনিদ ক্যান্টোরোভিচ।
২০০৪- ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী, গুরু ও ওডিশি নৃত্যশৈলীর উদ্গাতা কেলুচরণ মহাপাত্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ভাষা শহীদ আবদুস সালামের প্রয়াণ

আপডেট টাইম : ১০:৫৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।

৭ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার। ২৪ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৭৯৫- ফ্রান্সে মিটারকে দৈর্ঘ্যের একক হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।
১৯৪৮- বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
১৯৫৬- মরক্কোর স্বাধীনতা লাভ।
১৯৭৩- বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু।
১৯৮২- মেক্সিকোয় চিকোনল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে দশ হাজার লোকের প্রাণহানি ঘটে।

জন্ম
১৭৭০- ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ।
১৮৮৯- ল্যাটিন আমেরিকার প্রসিদ্ধ কবি ও লেখক গ্যাব্রিয়েলা মিস্ত্রাল।
১৮৯৭- নাট্যকার, অভিনেতা, সুরকার, বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার তুলসী লাহিড়ী।
১৯১৫- বাঙালি চলচ্চিত্র সাংবাদিক পঙ্কজ দত্ত।
১৯২০- প্রখ্যাত সঙ্গীতজ্ঞ রবি শংকর।

মৃত্যু
১৯৪৭- মার্কিন মোটরযান উৎপাদক হেনরি ফোর্ড।
১৯৫২- ভাষা শহীদ আবদুস সালাম। ১৯২৫ সালের ২৭ নভেম্বর ফেনীর দাগনভূঞা উপজেলার লক্ষণপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার নামানুসারে পরবর্তীতে গ্রামের নামকরণ করা হয় সালামনগর। তার পিতা মোহাম্মদ ফাজেল মিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বাংলাদেশী ভাষা আন্দোলনকর্মী। তিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে সৃষ্ট বাংলা ভাষা আন্দোলনে ১৯৫২ সালে নিহত হন। বাংলাদেশে তাকে শহীদ হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশ সরকার তাকে ২০০০ সালে একুশে পদক (মরণোত্তর) প্রদান করে।

১৯৫৯- প্রখ্যাত জীবনীকার মন্মথনাথ ঘোষ।
১৯৮৬- রাশিয়ান গণিতবিদ ও অর্থনীতিবিদ লিওনিদ ক্যান্টোরোভিচ।
২০০৪- ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী, গুরু ও ওডিশি নৃত্যশৈলীর উদ্গাতা কেলুচরণ মহাপাত্র।