ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চিত্রশিল্পী রাফায়েলের জন্ম ও প্রয়াণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।

৬ এপ্রিল ২০২২, বুধবার। ২৩ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৯৩০- ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতকে মুক্ত করতে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ অহিংস আন্দোলন শেষ করেন। সকাল সাড়ে ৬টার সময় গান্ধীজি লবণ আইন ভেঙে প্রথম লবণ প্রস্তুত করেছিলেন।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গ্যাবন।
১৯৮৬- ঢাকায় প্রথম এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয়।
১৯৯২- মুসলিম রাষ্ট্র বসনিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৯৩- মস্কোর ১৭০০ মাইল পূর্বে অবস্থিত রাশিয়ার গোপন সামরিক পরমাণু ঘাটিতে মারাত্মক দুঘর্টনা ঘটে।

জন্ম
১৪৮৩- চিত্রশিল্পের রেনেসাঁস যুগের অন্যতম প্রধান শিল্পী রাফায়েল। ইতালির আরবিনো শহরে জন্ম তার। তিনি নিখুঁত ও সৌন্দর্যময় চিত্রকর্মের জন্য বিখ্যাত। তার পিতা জিওভানি দ্য সানতিও ছিলেন একজন চিত্রশিল্পী ও স্থপতি। ছোটবেলা থেকেই রাফায়েল পিতার সঙ্গে কাজ শুরু করেন এবং ক্রমেই দক্ষতা অর্জন করেন। পৃথিবীর বোদ্ধা শিল্পরসিকগণের মতে লিওনার্দো দ্য ভিঞ্চি, মাইকেল এ্যাঞ্জেলো এবং রাফায়েলের মধ্যে সর্বাধিক কৃতিত্বের অধিকারী ছিলেন তিনি। মাত্র ৩৭ বছর বয়সে রাফায়েল মারা যান।

১৮৪৯- কলকাতা হাইকোর্টের প্রথম মুসলমান বিচারপতি সৈয়দ আমীর আলী।
১৮৮৬- হায়দ্রাবাদ ও বেরার রাজ্যের শেষ নিজাম স্যার মীর উসমান আলি খান।
১৯৩১- ভারতীয় বাঙালি অভিনেত্রী সুচিত্রা সেন।

মৃত্যু
১৫২০- চিত্রশিল্পের রেনেসাঁস যুগের অন্যতম প্রধান শিল্পী রাফায়েল।
২০১৪- মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, প্রযোজক ও বেতার ব্যক্তিত্ব মিকি রুনি।
২০১৯- বাংলা চলচ্চিত্রের শক্তিমান কৌতুকাভিনেতা টেলি সামাদ।

দিবস
উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস ৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

চিত্রশিল্পী রাফায়েলের জন্ম ও প্রয়াণ

আপডেট টাইম : ১১:১৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।

৬ এপ্রিল ২০২২, বুধবার। ২৩ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৯৩০- ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতকে মুক্ত করতে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ অহিংস আন্দোলন শেষ করেন। সকাল সাড়ে ৬টার সময় গান্ধীজি লবণ আইন ভেঙে প্রথম লবণ প্রস্তুত করেছিলেন।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গ্যাবন।
১৯৮৬- ঢাকায় প্রথম এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয়।
১৯৯২- মুসলিম রাষ্ট্র বসনিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৯৩- মস্কোর ১৭০০ মাইল পূর্বে অবস্থিত রাশিয়ার গোপন সামরিক পরমাণু ঘাটিতে মারাত্মক দুঘর্টনা ঘটে।

জন্ম
১৪৮৩- চিত্রশিল্পের রেনেসাঁস যুগের অন্যতম প্রধান শিল্পী রাফায়েল। ইতালির আরবিনো শহরে জন্ম তার। তিনি নিখুঁত ও সৌন্দর্যময় চিত্রকর্মের জন্য বিখ্যাত। তার পিতা জিওভানি দ্য সানতিও ছিলেন একজন চিত্রশিল্পী ও স্থপতি। ছোটবেলা থেকেই রাফায়েল পিতার সঙ্গে কাজ শুরু করেন এবং ক্রমেই দক্ষতা অর্জন করেন। পৃথিবীর বোদ্ধা শিল্পরসিকগণের মতে লিওনার্দো দ্য ভিঞ্চি, মাইকেল এ্যাঞ্জেলো এবং রাফায়েলের মধ্যে সর্বাধিক কৃতিত্বের অধিকারী ছিলেন তিনি। মাত্র ৩৭ বছর বয়সে রাফায়েল মারা যান।

১৮৪৯- কলকাতা হাইকোর্টের প্রথম মুসলমান বিচারপতি সৈয়দ আমীর আলী।
১৮৮৬- হায়দ্রাবাদ ও বেরার রাজ্যের শেষ নিজাম স্যার মীর উসমান আলি খান।
১৯৩১- ভারতীয় বাঙালি অভিনেত্রী সুচিত্রা সেন।

মৃত্যু
১৫২০- চিত্রশিল্পের রেনেসাঁস যুগের অন্যতম প্রধান শিল্পী রাফায়েল।
২০১৪- মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, প্রযোজক ও বেতার ব্যক্তিত্ব মিকি রুনি।
২০১৯- বাংলা চলচ্চিত্রের শক্তিমান কৌতুকাভিনেতা টেলি সামাদ।

দিবস
উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস ৷