হাওর বার্তা ডেস্কঃ বাড়িতে চুরি করতে ঢুকেছে চোর। মদের বোতল দেখে নিজেকে সামলাতে পারেননি চোর। ফলে যা হওয়ার তাই হয়েছে। নিজে মদ্যপান করে মাতাল হওয়ায় চুরি করা তো হলোই না, উল্টো পুলিশের হাতে গ্রেফতার হতে হলো। ভারতের উত্তরপ্রদেশে এই ঘটনাটি ঘটে ২৯ মার্চ।
পুলিশের সিনিয়র অফিসার বিজয় ত্রিপাঠী জানান, গ্রেফতার হওয়া চোর মঙ্গলবার রাতে বালিয়ার রঘুনাথপুর গ্রামের একটি বাড়িতে ঢুকে পড়ে। পরে সে মদের বোতল থেকে মদ পান করতে শুরু করে।
বিজয় ত্রিপাঠী আরো বলেন, চুরি করার উদ্দেশ্যেই চোর ঐ বাড়িতে ঢুকেছিল। তবে ঘরে মদ দেখতে পেয়ে সে মদপান করতে শুরু করে। এক সময় মদ্যপ অবস্থায়ই সে ঘুমিয়ে পড়ে। পরে চোরকে ঘুমিয়ে থাকতে আতঙ্কিত বাড়ির বাসিন্দারা সকালে পুলিশে খবর দেয়। পরে ঐ চোরকে গ্রেফতার করা হয়।