হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয়ে ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসের। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।
২৭ মার্চ ২০২২, রোববার। ১৩ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ।
ঘটনা
১৯৭১- চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবের পক্ষে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।
১৯৭১- আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্তকে পাকিস্তানী বাহিনী ধরে নিয়ে যায় ও পরে তার খোঁজ মেলেনি।
১৯৯৬- বাংলাদেশের জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস হয়।
জন্ম
১৮৪৫- জার্মান পদার্থবিদ ভিলহেল্ম কনরাড রন্টগেন।
১৯১৭- বাঙালি কবি ও শিশু সাহিত্যিক কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়। তার আদি নিবাস বাঁকুড়ার ঘটকপাড়ায়। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি সুধীন্দ্রনাথ দত্তের সহকারী হিসাবে দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রচার বিভাগে কাজ করতেন। কর্মজীবনের অধিকাংশ সময় তিনি মুম্বাই, দিল্লি এবং মস্কোতে কাটিয়েছেন। তিন বছর মস্কোতে থাকাকালীন তিনি রাশিয়ান বই বাংলাতে অনুবাদ করে খ্যাতি লাভ করেন ও তিনি একজন উঁচুদরের ফটোগ্রাফারও ছিলেন।
১৯৬০- বাঙালি কবি ও সমাজকর্মী মল্লিকা সেনগুপ্ত।
১৯৬৩- মার্কিন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কোয়েন্টিন টারান্টিনো।
মৃত্যু
১৯৪৪- লোকগীতি সংগ্রাহক ও কবি আশুতোষ চৌধুরী।
১৯৬৬- প্রখ্যাত বাঙালি শ্যামাসংগীত শিল্পী পান্নালাল ভট্টাচার্য।
১৯৮২- বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি ও পুরকৌশলী ফজলুর রহমান খান।
১৯৮৯- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী শান্তি ঘোষ।
দিবস
বিশ্ব থিয়েটার দিবস