স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াত শুধু শেখ হাসিনাকে নয়, তার পুত্র সজীব ওয়াজেদ জয়কেও হত্যা করতে চায়। এই খুনিদের সঙ্গে কোনো আপস হতে পারে না।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত ‘১৭ এপ্রিল মুজিব নগর দিবস’ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, গণতন্ত্রের প্রশ্নে শেখ হাসিনা আপসহীন।
বিএনপি মুজিব নগর দিবস পালন করে না উল্লেখ করে নাসিম বলেন, বিএনপি নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের দল দাবি করে। আবার স্বাধীনতা বিরোধীদের লালন পালন করে। স্বাধীনতা বিরোধীদের নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা যায় না।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া, শাহে আলম মুরাদ ও সাদেক খান প্রমুখ।