হাওর বার্তা ডেস্কঃ ক বিছানায় শুয়ে আছে চার জন। একজন নারী, তার সন্তান, পোষ্য কুকুর ও স্বামী। ঐ নারীই পরিবারের এই ভাবে একসঙ্গে ঘুমানোর ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, তিনি রেকর্ড করছেন, কীভাবে হাঁ মুখ করে নাক ডেকে তার স্বামী ও পোষ্য কুকুর ঘমাচ্ছে।
ইনস্টাগ্রামের এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে। ডগ নামক একটি ইনস্টা পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। এই পেজ থেকে কুকুরদের এমনই মজাদার নানা ভিডিও শেয়ার করা হয়।
এই ভিডিওটি ভাইরাল হওয়ার অন্যতম কারণ হলো ভিডিওর কনটেক্সট বহু মানুষের পছন্দ হয়েছে। এই ভিডিওটিতে দেখা যায়, নারী একাই জেগে রয়েছেন। আর বাকি সবাই রীতিমতো নাসিকা গর্জন করে ঘুমাচ্ছে। ইনস্টাগ্রামে এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘নতুন বাচ্চাটির পরিবারের সঙ্গে সফরটা খুব কঠিন হচ্ছে।’
এই ভিডিও এতটাই ভাইরাল হয়েছে যে তার ভিউ প্রায় ১০ লাখের কাছাকাছি। তিন লাখের কাছাকাছি লাইক পড়েছে এই ভিডিওতে। আর তা থেকেই বোঝা যাচ্ছেন, কীভাবে সবার নজর কেড়ে নিয়েছে এই ভিডিও।