হাওর বার্তা ডেস্কঃ ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। ৯৫ বছর বয়সী রানী গত ছয় মাস ধরে উইন্ডসর ক্যাসেলের চারপাশে তার প্রিয় কর্গি জাতের কুকুরদের নিয়ে হাঁটতে সক্ষম হননি এবং তার প্রাসাদের কিছু অভ্যন্তরীণ ব্যক্তি সন্দেহ করেন যে, তিনি তার সাম্প্রতিক স্বাস্থ্য সংগ্রামের পরে আর কখনও সক্ষম হবেন না।
একটি সূত্র জানিয়েছে যে, ‘তিনি (কুকুরদের নিয়ে হাঁটার জন্য) যথেষ্ট সুস্থ নন।’ ‘রানি সাধারণত সঙ্কট এবং চাপের সময় তার প্রিয় কর্গিদের দিকে ফিরে যান এবং প্রিন্স ফিলিপ অসুস্থ হয়ে যাওয়ার পরে এবং গত বছর মারা যাওয়ার পরেও প্রায় প্রতিদিনই তাদের নিয়ে হাঁটতে যেতেন।’ কর্গি জাতের কুকুর খুব প্রিয় প্রাণী। এ পর্যন্ত ৩০ টি কর্গি জাতের কুকুর পুষেছেন তিনি।
তা সত্ত্বেও, রানী এখনও তার কুকুরের সাথে বাড়িতে মানসম্পন্ন সময় কাটাতে পছন্দ করেন।
রাজকীয় অভ্যন্তরীণ ব্যক্তি সানডে সংবাদপত্রকে বলেছেন, ‘কুকুররা উইন্ডসরের জীবনের অনেক অংশ থেকে যায়।’ সোমবার কমনওয়েলথ দিবসের তিনি যোগ দেননি। তবে তার অনুষ্ঠানে অনুপস্থিত থাকার যথেষ্ট কারণ জানানো হয় নি।
গত মাসেই করোনায় আক্রান্ত হন রানি। তবে কোভিড আক্রান্ত হওয়ার পর রানি এলিজাবেথের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে খুব নিয়মিত তথ্য প্রকাশ করা হবে না বলে প্রাসাদ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে।