ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সমরেশ মজুমদারের জন্ম ও সুবোধ ঘোষের প্রয়াণ আজকের এই দিনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ১২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয়ে ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসের। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার। ২৫ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৮৭৬- আলেকজান্ডার গ্রাহাম বেল তার নব আবিস্কৃত টেলিফোনের মাধ্যমে প্রথম বার্তা প্রেরণ করেন।
১৯৫৬- বৈমানিক পিটার টুইস প্রথম মানব যিনি ঘণ্টায় ১০০০ মাইল বেগে বিমান চালনা করেন।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে সোয়াজিল্যান্ড।
১৯৭৪- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত।
২০২০- জয় বাংলাকে হাইকোর্ট কর্তৃক বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা।

জন্ম
১৭৭২- জার্মান কবি ফ্রিড্রিশ ফন শ্লেগেল।
১৭৮৪- ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেববাহাদুর।
১৯৪৪- ভারতের বাঙালি লেখক ও ঔপন্যাসিক সমরেশ মজুমদার। তার অনেক রচনাতেই উত্তরবঙ্গের কথা ঘুরে ফিরে আসে। তিনি বেশ কিছু সফল টিভি সিরিয়ালের কাহিনিকার। তার কোন ছদ্মনাম নেই। তিনি নিজ নামেই গ্রন্থ রচনা করতেন। তার শৈশব কেটেছে ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে। যার ছাপ পাওয়া যায় তার অনেক লেখায়। সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস ‘দৌড়’ ছাপা হয়েছিল ১৯৭৫ সালে। তিনি শুধু তার লেখনী গল্প বা উপন্যাসের মধ্যে সীমাবদ্ধ রাখেননি; ছোটগল্প, ভ্রমণকাহিনি থেকে গোয়েন্দাকাহিনি, কিশোর উপন্যাস লেখনীতে তার জুড়ি মেলা ভার।
১৯৫০- বাংলাদেশি লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ মাহফুজ উল্লাহ।

মৃত্যু
১৮৯৭- ভারতের মহারাষ্ট্রের সমাজ সংস্কারক শিক্ষাব্রতী ও কবি সাবিত্রীবাই ফুলে।
১৯৭২- বিদগ্ধ সাহিত্যিক ও ইতিহাসবেত্তা হরিহর শেঠ।

১৯৮০- বাঙালি কথাসাহিত্যিক সুবোধ ঘোষ। বিহারের হাজারিবাগে জন্ম হলেও আদি নিবাস অধুনা বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের বহর গ্রামে। চল্লিশ দশকের প্রায় প্রারম্ভিক কাল ঘেঁষা বাংলা সাহিত্যের কাল পর্বের জীবন শিল্পী সুবোধ ঘোষ। তার লেখালেখির কালপর্ব ১৯৪০ থেকে ১৯৮০। বাঙালি পাঠকসমাজে সুবোধ ঘোষ এখনো প্রাসঙ্গিক। বিশেষ করে তার ‘অযান্ত্রিক’ এবং ‘ফসিল’-এর মতো বাংলা সাহিত্যের যুগান্তকারী গল্প। ভাষার ওপর অনায়াস দক্ষতার প্রমাণ মেলে তার বিভিন্ন স্বাদের গল্পে।

১৯৮৩- বাংলাদেশি কূটনীতিক, সাংবাদিক ও ক্রীড়া ভাষ্যকার আতিকুজ্জামান খান।
২০০৩- বিশিষ্ট সংগীতশিল্পী নীলুফার ইয়াসমীন।

দিবস
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।
বিশ্ব কিডনি দিবস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

সমরেশ মজুমদারের জন্ম ও সুবোধ ঘোষের প্রয়াণ আজকের এই দিনে

আপডেট টাইম : ১২:৪৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয়ে ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসের। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার। ২৫ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৮৭৬- আলেকজান্ডার গ্রাহাম বেল তার নব আবিস্কৃত টেলিফোনের মাধ্যমে প্রথম বার্তা প্রেরণ করেন।
১৯৫৬- বৈমানিক পিটার টুইস প্রথম মানব যিনি ঘণ্টায় ১০০০ মাইল বেগে বিমান চালনা করেন।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে সোয়াজিল্যান্ড।
১৯৭৪- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত।
২০২০- জয় বাংলাকে হাইকোর্ট কর্তৃক বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা।

জন্ম
১৭৭২- জার্মান কবি ফ্রিড্রিশ ফন শ্লেগেল।
১৭৮৪- ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেববাহাদুর।
১৯৪৪- ভারতের বাঙালি লেখক ও ঔপন্যাসিক সমরেশ মজুমদার। তার অনেক রচনাতেই উত্তরবঙ্গের কথা ঘুরে ফিরে আসে। তিনি বেশ কিছু সফল টিভি সিরিয়ালের কাহিনিকার। তার কোন ছদ্মনাম নেই। তিনি নিজ নামেই গ্রন্থ রচনা করতেন। তার শৈশব কেটেছে ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে। যার ছাপ পাওয়া যায় তার অনেক লেখায়। সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস ‘দৌড়’ ছাপা হয়েছিল ১৯৭৫ সালে। তিনি শুধু তার লেখনী গল্প বা উপন্যাসের মধ্যে সীমাবদ্ধ রাখেননি; ছোটগল্প, ভ্রমণকাহিনি থেকে গোয়েন্দাকাহিনি, কিশোর উপন্যাস লেখনীতে তার জুড়ি মেলা ভার।
১৯৫০- বাংলাদেশি লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ মাহফুজ উল্লাহ।

মৃত্যু
১৮৯৭- ভারতের মহারাষ্ট্রের সমাজ সংস্কারক শিক্ষাব্রতী ও কবি সাবিত্রীবাই ফুলে।
১৯৭২- বিদগ্ধ সাহিত্যিক ও ইতিহাসবেত্তা হরিহর শেঠ।

১৯৮০- বাঙালি কথাসাহিত্যিক সুবোধ ঘোষ। বিহারের হাজারিবাগে জন্ম হলেও আদি নিবাস অধুনা বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের বহর গ্রামে। চল্লিশ দশকের প্রায় প্রারম্ভিক কাল ঘেঁষা বাংলা সাহিত্যের কাল পর্বের জীবন শিল্পী সুবোধ ঘোষ। তার লেখালেখির কালপর্ব ১৯৪০ থেকে ১৯৮০। বাঙালি পাঠকসমাজে সুবোধ ঘোষ এখনো প্রাসঙ্গিক। বিশেষ করে তার ‘অযান্ত্রিক’ এবং ‘ফসিল’-এর মতো বাংলা সাহিত্যের যুগান্তকারী গল্প। ভাষার ওপর অনায়াস দক্ষতার প্রমাণ মেলে তার বিভিন্ন স্বাদের গল্পে।

১৯৮৩- বাংলাদেশি কূটনীতিক, সাংবাদিক ও ক্রীড়া ভাষ্যকার আতিকুজ্জামান খান।
২০০৩- বিশিষ্ট সংগীতশিল্পী নীলুফার ইয়াসমীন।

দিবস
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।
বিশ্ব কিডনি দিবস।