ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আজকের এই দিনে আশরাফ সিদ্দিকীর জন্ম ও পলান সরকারের প্রয়াণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • ১৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১ মার্চ ২০২২, মঙ্গলবার। ১৬ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৪৯৮- ভাস্কো দা গামা মোজাম্বিক আবিষ্কার করেন।
১৯৭১- স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়।
১৯৭১- ইয়াহিয়া খান কর্তৃক পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা।
১৯৯৭- বাংলাদেশে প্রথম টেলিফোন ব্যাংকিং সার্ভিস চালু।

জন্ম
১৮৬১- বাঙালি ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয়।
১৮৮৩- বাঙালি কবি ও শিক্ষাবিদ কুমুদরঞ্জন মল্লিক।
১৯০৭- সাংবাদিক ও লেখক মোহাম্মদ ওয়ালিউল্লাহ।

১৯১৮- বাংলাদেশের সাংবাদিক ও রাজনীতিবিদ খন্দকার আবদুল হামিদ।
১৯২৭- বাংলাদেশি সাহিত্যিক, লোকগবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক আশরাফ সিদ্দিকী। তার জন্ম নানাবাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি গ্রামে। বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন যেসব সাহিত্যিক, আশরাফ সিদ্দিকী তাদের একজন। তিনি পাঁচশ’র ও অধিক কবিতা রচনা করেছেন। গভীর গবেষণা করেছেন বাংলার লোকঐতিহ্য নিয়ে। বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৬৪ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৮৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন।

১৯৪৩- বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
১৯৬৫- বাঙালি কবি ও সাহিত্যিক মতিউর রহমান মল্লিক।

মৃত্যু
১৯২৪- ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বাঙালি বিপ্লবী গোপীনাথ সাহা।
১৯৪৩- ফ্রান্স-সুইস চিকিৎসক ও ব্যাকটেরিওলজিস্ট এবং ইরসিনিয়া পেস্টিস-এর আবিস্কারক আলেকজেন্ডার ইরসিন।
১৯৯৪- প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মনমোহন দেশাই।

২০১৯- বাংলাদেশি সমাজকর্মী পলান সরকার। ১৯২১ সালের ৯ সেপ্টেম্বর নাটোর জেলার বাগাতিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পলান সরকার রাজশাহী জেলার ২০ টি গ্রামজুড়ে গড়ে তুলেছেন অভিনব শিক্ষা আন্দোলন। নিজের টাকায় বই কিনে তিনি পড়তে দেন পিছিয়ে পড়া গ্রামের মানুষকে।

প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে কাঁধে ঝোলাভর্তি বই নিয়ে বেরিয়ে পড়েন। মাইলের পর মাইল হেঁটে একেকদিন একেক গ্রামে যান। বাড়ি বাড়ি কড়া নেড়ে আগের সপ্তাহের বই ফেরত নিয়ে নতুন বই পড়তে দেন। এলাকাবাসীর কাছে তিনি পরিচিত ‘বইওয়ালা দাদুভাই’ হিসেবে। ২০১১ সালে সমাজসেবায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে।

দিবস
বীমা দিবস।
আন্তর্জাতিক যুক্তিবাদী দিবস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আজকের এই দিনে আশরাফ সিদ্দিকীর জন্ম ও পলান সরকারের প্রয়াণ

আপডেট টাইম : ১১:১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১ মার্চ ২০২২, মঙ্গলবার। ১৬ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৪৯৮- ভাস্কো দা গামা মোজাম্বিক আবিষ্কার করেন।
১৯৭১- স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়।
১৯৭১- ইয়াহিয়া খান কর্তৃক পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা।
১৯৯৭- বাংলাদেশে প্রথম টেলিফোন ব্যাংকিং সার্ভিস চালু।

জন্ম
১৮৬১- বাঙালি ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয়।
১৮৮৩- বাঙালি কবি ও শিক্ষাবিদ কুমুদরঞ্জন মল্লিক।
১৯০৭- সাংবাদিক ও লেখক মোহাম্মদ ওয়ালিউল্লাহ।

১৯১৮- বাংলাদেশের সাংবাদিক ও রাজনীতিবিদ খন্দকার আবদুল হামিদ।
১৯২৭- বাংলাদেশি সাহিত্যিক, লোকগবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক আশরাফ সিদ্দিকী। তার জন্ম নানাবাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি গ্রামে। বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন যেসব সাহিত্যিক, আশরাফ সিদ্দিকী তাদের একজন। তিনি পাঁচশ’র ও অধিক কবিতা রচনা করেছেন। গভীর গবেষণা করেছেন বাংলার লোকঐতিহ্য নিয়ে। বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৬৪ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৮৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন।

১৯৪৩- বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
১৯৬৫- বাঙালি কবি ও সাহিত্যিক মতিউর রহমান মল্লিক।

মৃত্যু
১৯২৪- ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বাঙালি বিপ্লবী গোপীনাথ সাহা।
১৯৪৩- ফ্রান্স-সুইস চিকিৎসক ও ব্যাকটেরিওলজিস্ট এবং ইরসিনিয়া পেস্টিস-এর আবিস্কারক আলেকজেন্ডার ইরসিন।
১৯৯৪- প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মনমোহন দেশাই।

২০১৯- বাংলাদেশি সমাজকর্মী পলান সরকার। ১৯২১ সালের ৯ সেপ্টেম্বর নাটোর জেলার বাগাতিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পলান সরকার রাজশাহী জেলার ২০ টি গ্রামজুড়ে গড়ে তুলেছেন অভিনব শিক্ষা আন্দোলন। নিজের টাকায় বই কিনে তিনি পড়তে দেন পিছিয়ে পড়া গ্রামের মানুষকে।

প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে কাঁধে ঝোলাভর্তি বই নিয়ে বেরিয়ে পড়েন। মাইলের পর মাইল হেঁটে একেকদিন একেক গ্রামে যান। বাড়ি বাড়ি কড়া নেড়ে আগের সপ্তাহের বই ফেরত নিয়ে নতুন বই পড়তে দেন। এলাকাবাসীর কাছে তিনি পরিচিত ‘বইওয়ালা দাদুভাই’ হিসেবে। ২০১১ সালে সমাজসেবায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে।

দিবস
বীমা দিবস।
আন্তর্জাতিক যুক্তিবাদী দিবস।