হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয়ে ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসের। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।
২৫ ফেব্রুয়ারি ২০২২, শুক্রবার। ১২ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ।
ঘটনা
১৫৮৬- সম্রাট আকবরের সভাকবি বীরবল নিহত হন।
১৭৫৩- বৃটিশ চিকিৎসক রিচার্ড হকিস্টি এস্কোরবেট রোগ নিরাময়ের উপায় আবিষ্কার করেন।
১৭৭৪- ক্রিকেট খেলার আইন-কানুন সূত্রবদ্ধ হয়।
১৯৭২- প্রথম অনারব মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
২০০৯- ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ সংঘটিত হয়।
জন্ম
১৯১৬- খ্যাতিমান বাঙালি ভাস্কর শঙ্খ চৌধুরী।
১৯৪৩- বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক এবং গিটারবাদক জর্জ হ্যারিসন।
১৯৭৪- একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী দিব্যা ভারতী।
১৯৯৩- বাংলাদেশি ক্রিকেটার সৌম্য সরকার।
মৃত্যু
১৮৯৯- রয়টার সংবাদ সংস্থার জনক পল রয়টার।
১৯৫৭- বাঙালি শিশুসাহিত্যিক ও কবি সুনির্মল বসু। ১৯০২ সালের ২০ই জুলাই ভারতের বিহারের গিরিডি নামক স্থানে পিতার কর্মস্থলে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস ছিল মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের মালখানগর। তার বিখ্যাত কবিতা সব পেয়েছির দেশে ও সবার আমি ছাত্র পড়েননি এমন বাঙালি কমই আছে। ছড়া, কবিতা, গল্প, কাহিনি, উপন্যাস, ভ্রমণকাহিনি,রূপকথা, কৌতুকনাট্য প্রভৃতি শিশু ও কিশোরদের উপযোগী বিভিন্ন বিষয়ক রচনায় সিদ্ধহস্ত ছিলেন তিনি। আর তার জনপ্রিয়তার মূলে ছিল ছন্দের চমৎকারিত্ব ও মিলপ্রয়োগের কুশলতা।
২০০৯- আমেরিকান লেখক ফিলিপ হোসে ফার্ম।
২০১৯- বাংলাদেশের একজন প্রতিথযশা নাট্যকার ও সংস্কৃতিকর্মী নিখিল সেন। ১৯৩১ সালের ১৬ এপ্রিল বরিশালের কলশ গ্রামে জন্ম তার। পুরো নাম নিখিল সেনগুপ্ত হলেও তিনি নিখিল সেন এবং নিখিল দা নামেই পরিচিত ছিলেন। তিনি একজন অভিনয় শিল্পী, আবৃতিশিল্পী, ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। আবৃতিতে অবদানের জন্য ২০১৫ সালে শিল্পকলা পদক এবং নাটকে বিশেষ অবদানের জন্য তিনি ২০১৮ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক লাভ করেন।