হাওর বার্তা ডেস্কঃ এখন মটরশুঁটির মৌসুম। সবুজ মটরশুঁটিতে ভরে গেছে বাজার। পুষ্টিতে ভরপুর মটরশুঁটি খেতেও দারুণ। এমন একটি রেসিপি দিয়েছেন মাকসুদা বেগম স্নিগ্ধা।
পিস পোলাউ
উপকরণ
পোলাউয়ের চাল ১ কাপ (২৫০ গ্রাম), মটরশুঁটি আধা কাপ ব্লান্স করে নেওয়া, চিনি সামান্য একটু, লবণ স্বাদমতো, আস্ত জিরা আধা চা চামচ, পেঁয়াজ কুচি ও সয়াবিন তেল এক কাপের চার ভাগের এক ভাগ করে, ঘি ১ টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, এলাচি ২টি, দারচিনি ১ টুকরা, তেজপাতা ১টি, তরল দুধ আধা কাপ, পানি ১ কাপ, কাঁচা মরিচ ২টি।
যেভাবে তৈরি করবেন
১. পোলাউয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। চুলায় হাঁড়ি বসিয়ে সয়াবিন তেল দিয়ে আস্ত জিরা ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে আস্ত গরম মসলা, আদা বাটা, রসুন বাটা দিয়ে নেড়ে মটরশুঁটি, লবণ, পোলাউয়ের চাল দিয়ে ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নিন।
২. এবার দুধ, পানি ও চিনি দিন। বলক এসে পানি শুকিয়ে গেলে কাঁচা মরিচ দিয়ে ঢেকে কম আঁচে ১৫ মিনিট দমে রাখুন। এরপর ঢাকনা খুলে ঘি দিয়ে আরো পাঁচ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।