হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী গোপনে রংপুর অঞ্চল সফর করেন বলে জানা গেছে। গত শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে ইউএস বাংলার বিমানে ঢাকা ফেরার পথে আল্লামা শফীকে বিমানযাত্রীরা দেখতে পান।
বিষয়টি নিয়ে আলোচনা হলে সেখানকার গোয়েন্দা সংস্থার নজরে আসে। এরপর পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো নড়েচড়ে বসে।
আল্লামা শফী রংপুর বিভাগের
কোন অঞ্চল বা জেলায় কী উদ্দেশ্যে সফর করেছেন তা এখনো স্পষ্ট নয়। তবে পয়লা বৈশাখের আগে তার গোপন সফর নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
জানা গেছে, আল্লামা শফী পয়লা বৈশাখের আগের দিন বুধবার বিকেলে সড়কপথে বগুড়ায় আসেন। সেখানে তিনি চক লোকমানপুরের একটি কওমী মাদ্রাসায় দুদিন অবস্থান করেন। শুক্রবার ফের সড়কপথে নীলফামারীর সৈয়দপুরে যান তিনি।
সৈয়দপুরের কাজীরহাট জামিয়াতুল আরাবিয়া কওমী মাদ্রাসায় কিছুক্ষণ অবস্থান করে বিমানযোগে চট্টগ্রাম ফিরে যান।
গণমাধ্যমের কাছে আল্লামা শফীর এ সফরের সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম। তবে এ সফরের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি তিনি।