ড. গোলসান আরা বেগমঃ
এতো সুন্দর এই যে দুনিয়া
যে দিকে তাকাই
নয়ন জুড়ায় সাজ সজ্জায়
আরো দেখতে চাই।
বোবা আকাশ নীরবে
ঘুমায়
তারার বাগান জ্বলে
তুলো মেঘ ঘুরে
গলায়
গলায় চাঁদ কি বলে?
সাত রঙে বর্ণিল এই
দুনিয়া
কোন কারিগড়
কেমন করে নিপুন হাতে
সাজাইলো ঘর।
এই যে দুনিয়া কেমন
করিয়া
নিজের পায়ে ঘুরে
পাহাড় পর্বত উত্থাল
সাগর
রাখে বুকে ধরে।
যাবো না যাবো না ছাড়িয়া
যতই যেতে বলো
দুই নয়ন আলোতে মেলে
থাকবো যতই বলো।
এতো সুন্দর এই যে দুনিয়া
যাবো না যাবো না ছাড়িয়া।