হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয়ে ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।
১৭ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার। ৪ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ।
ঘটনা
১৬১৮- সম্রাট জাহাঙ্গীরের আমলের ব্রিটিশ রাষ্ট্রদূত টমাস রো ভারত ত্যাগ করেন।
১৮৫৯- কবি বিহারীলাল চক্রবর্তীর মাসিক পত্রিকা পূণির্মা প্রথম প্রকাশিত হয়।
১৮৬৩- মানবাধিকার প্রতিষ্ঠান,আন্তর্জাতিক রেড ক্রস কমিটি গঠিত হয়।
২০০৬- দক্ষিণ ফিলিপাইনে প্রকাণ্ড ভূমিধসে কমপক্ষে ১,১২৬ জন নিহত হয়।
২০০৮- কসোভো স্বাধীনতা ঘোষণা করে।
জন্ম
১৮৯৭- প্রখ্যাত ভারতীয় বাঙালি রসায়ন বিজ্ঞানী জ্ঞানেন্দ্রনাথ রায়।
১৮৯৯- বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি জীবনানন্দ দাশ। তার জন্ম বরিশাল শহরে। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃৎদের মধ্যে অন্যতম। তার কবিতায় পরাবাস্তবের দেখা মেলে। গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়। তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় ভূষিত হয়েছেন। বুদ্ধদেব বসু তাকে ‘নির্জনতম কবি’ বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে অন্নদাশঙ্কর রায় তাকে ‘শুদ্ধতম কবি’ বলে আখ্যায়িত করেছেন। কবির মৃত্যুর পর ১৯৫৫ খ্রিষ্টাব্দে ফেব্রুয়ারি মাসে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (১৯৫৪) সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করে।
১৯১৭- ভারতীয় প্রশাসক, প্রাবন্ধিক, শিল্প ঐতিহাসিক, শিল্প সমালোচক, ভারতের প্রথম জনগণনা কমিশনার অশোক মিত্র।
১৯৩৬- বাংলাদেশি একজন বিখ্যাত গীতিকার মাসুদ করিম।
১৯৪৯- বাংলাদেশি আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মৃত্যু
১৮৯০- টাইপরাইটারের উদ্ভাবক ক্রিস্টোফার ল্যাথাম শোলস।
১৯৮৩- খ্যাতনামা বাঙালি সাংবাদিক ও সম্পাদক অশোক কুমার সরকার।
১৯৮৪- বিচারপতি রমাপ্রসাদ মুখোপাধ্যায়।
২০০৮- বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা মান্না।
২০২০- ‘কাট-কপি-পেস্টের’ জনক ল্যারি টেসলার। পুরো নাম লরেন্স গর্ডন টেসলার। জন্ম ও বেড়ে ওঠা নিউইয়র্ক সিটিতে। কজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী যিনি মানুষের কম্পিউটার যোগাযোগের ক্ষেত্রে কাজ করেছিলেন। টেসলার জেরক্স পিএআরসি, অ্যাপল, অ্যামাজন এবং ইয়াহুতে কাজ করেছেন। টেসলার কপি এবং পেস্ট কার্যকারিতা এবং মোডলেস সফ্টওয়্যার ধারণাটি ডেভেলপ করেছিলেন।