ভারতে র্যাম্পের গ্ল্যামার আর লাইমলাইটের আড়ালে লুকিয়ে আছে এক অন্য পৃথিবী। যেখানে যৌনতা উড়ে বেড়ায় সর্বক্ষণ, সর্বত্র। নানাভাবে, নানা রূপে। একটি ইংরেজি পত্রিকা এবং ওয়েবসাইটে সদ্য প্রকাশিত হয়েছে ভারতের বেশ কয়েকজন অভিজ্ঞ মডেলের সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারে একের পর এক বিস্ফোরক কথা বলেছেন তারা। ওইসব মডেলের পরিচয় গোপন রেখে বক্তব্য তুলে ধরা হয়।
-‘১৬ বছর ধরে মডেলিং-এর সঙ্গে যুক্ত আছি। এখন আর কিছুই আমাকে অবাক করে না। মডেলরা তেড়ে পার্টি করে, ধূমপান করে, ড্রিংক করে, কোকেন নেয়। গাদা গাদা অ্যাফেয়ার আর ওয়ান নাইট স্ট্যান্ড কোনও ব্যাপারই নয়। অনেকে আবার বিয়ে করে, বাচ্চাকাচ্চা হয়ে যায়। এই জগতে সবই চলে।’
-‘বেঙ্গালুরুতে একটি ফ্যাশন উইকের পরে হোটেলে ফিরেছিলাম। সেখানে পার্টি হওয়ার কথা ছিল। কিন্তু গিয়ে দেখি কেমন ফাঁকা-ফাঁকা। দরজায় টোকা মারতে একজন পুরুষ বেরিয়ে এলেন। পরনে স্রেফ তোয়ালে। একটু খেয়াল করে দেখলাম ভিতরে বিছানায় আরও দু’জন মডেল শুয়ে, সম্পূর্ণ নগ্ন। একজন পুরুষ, অন্যজন মহিলা…।’
-‘দিল্লির এক নামজাদা ফ্যাশন ডিজাইনার আমার টাকা মেরে দিয়েছিলেন। শো-এর পরে টাকা দেবেন বলেছিলেন। টাকা চাইতেই কথা ঘোরাতে থাকেন। তার পরে আর দিলেনই না। এখনও যখন দেখা হয়, তখন এমন একটা ভাব করেন যেন কিছুই হয়নি।’
-‘আপনি বিবাহিত কি না, তার উপরে কিছুই নির্ভর করে না। কুপ্রস্তাব আপনার কাছে আসবেই। একবার আমি ভুল করে পুরুষদের চেঞ্জিং রুমে ঢুকে পড়েছিলাম। সেখানে সকলেই নগ্ন হয়ে ছিলেন। এখানে বলে রাখা ভাল, নগ্নতা কিন্তু ফ্যাশন দুনিয়ায় একটা স্বাভাবিক ব্যাপার। আমি ‘‘দুঃখিত’’ বলে বেরিয়ে আসছিলাম। সেই সময়েই পেছন থেকে আমাকে বলা হয়, ‘‘কখনও চিকেনও খেয়ে নাও! রোজ ডাল-ভাত কি ভাল লাগে?’
-‘বয়সটাও কোনও ব্যাপার নয়। ওরা যেটা চায়, সেটা হল শরীর। এই শরীরটাকে নিয়ে ওরা যা ইচ্ছা তা-ই করবে। এটাই যে দস্তুর।’ সূত্র: এবেলা