ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আজকের এই দিনে নবীনচন্দ্র সেনের জন্ম ও অক্ষয়কুমারের প্রয়াণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • ১৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয়ে ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসের। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১০ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার। ২৭ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৭৬৩- ফ্রান্স গ্রেট বৃটেন এবং স্পেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সাত বছরের একটি যুদ্ধের পরি সমাপ্তি ঘটে।
১৯৭২- বাংলাদেশকে স্বীকৃতি দেয় জাপান।
১৯৭৪- স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়।
১৯৯৬- আইবিএম সুপার কম্পিউটার ডীপ ব্লু ১ম বারের মতো দাবা খেলায় গ্যারী কাসপারভকে পরাজিত করে।
২০১২ – সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনী নিজ বাসায় খুন হন।

জন্ম
১৮৪৭- বাংলা সাহিত্যের একজন কবি নবীনচন্দ্র সেন। চট্টগ্রাম জেলার রাউজান থানার অন্তর্গত পশ্চিম গুজরার (নোয়াপাড়া) সুপ্রসিদ্ধ প্রাচীন জমিদার পরিবারে তার জন্ম। পাঁচবছর বয়সে তিনি লেখাপড়া শুরু করেন। ১৮৬৩ সালে তিনি চট্টগ্রাম স্কুল (বর্তমানে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল) থেকে এন্ট্রান্স পরীক্ষায় প্রথমশ্রেণিতে উত্তীর্ণ হন। এরপর উচ্চশিক্ষার জন্য কলকাতা যান।
১৮৮৭- নিখিল ভারত নারীশিক্ষা পরিষদের প্রতিষ্ঠাত্রী শ্যামমোহিনী দেবী।
১৯৩৮- বাংলাদেশি সংগীত শিল্পী আব্দুল জব্বার।
১৯৪২- ভারতের বাঙালি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।

মৃত্যু
১৯৩০- বাঙালি ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয়। ১৮৬১ সালে ১ মার্চ বাংলাদেশের নওগাঁ জেলার গৌরনাইয়ের বরেন্দ্র বর্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশের রাজশাহী জেলার তৎকালীন নেতৃস্থানীয় আইনজীবী ছিলেন তিনি। মানবিক জ্ঞানের বিভিন্ন শাখায়, বিশেষ করে ইতিহাস, সাহিত্য, ভাষা, সংস্কৃতি, চিত্রকলা এবং প্রত্নতত্ত্ব বিষয়ে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তার বিচক্ষণতায় প্রভাবিত হয়েই শরৎকুমার রায় বরেন্দ্র রিসার্চ সোসাইটি এবং বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন।

১৯৪৪- প্রসিদ্ধ হোমিওপ্যাথিক ঔষধ ব্যবসায়ী, সমাজসেবী ও দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য।
১৯৬৮- বাঙালি চিত্রশিল্পী মনীন্দ্রভূষণ গুপ্ত।
১৯৭৪- একজন বাঙালি চলচ্চিত্র অভিনেতা পাহাড়ী সান্যাল।
২০০৫- মার্কিন নাট্যকার, প্রবন্ধকার এবং লেখক আর্থার মিলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আজকের এই দিনে নবীনচন্দ্র সেনের জন্ম ও অক্ষয়কুমারের প্রয়াণ

আপডেট টাইম : ১১:৩০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয়ে ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসের। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১০ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার। ২৭ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৭৬৩- ফ্রান্স গ্রেট বৃটেন এবং স্পেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সাত বছরের একটি যুদ্ধের পরি সমাপ্তি ঘটে।
১৯৭২- বাংলাদেশকে স্বীকৃতি দেয় জাপান।
১৯৭৪- স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়।
১৯৯৬- আইবিএম সুপার কম্পিউটার ডীপ ব্লু ১ম বারের মতো দাবা খেলায় গ্যারী কাসপারভকে পরাজিত করে।
২০১২ – সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনী নিজ বাসায় খুন হন।

জন্ম
১৮৪৭- বাংলা সাহিত্যের একজন কবি নবীনচন্দ্র সেন। চট্টগ্রাম জেলার রাউজান থানার অন্তর্গত পশ্চিম গুজরার (নোয়াপাড়া) সুপ্রসিদ্ধ প্রাচীন জমিদার পরিবারে তার জন্ম। পাঁচবছর বয়সে তিনি লেখাপড়া শুরু করেন। ১৮৬৩ সালে তিনি চট্টগ্রাম স্কুল (বর্তমানে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল) থেকে এন্ট্রান্স পরীক্ষায় প্রথমশ্রেণিতে উত্তীর্ণ হন। এরপর উচ্চশিক্ষার জন্য কলকাতা যান।
১৮৮৭- নিখিল ভারত নারীশিক্ষা পরিষদের প্রতিষ্ঠাত্রী শ্যামমোহিনী দেবী।
১৯৩৮- বাংলাদেশি সংগীত শিল্পী আব্দুল জব্বার।
১৯৪২- ভারতের বাঙালি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।

মৃত্যু
১৯৩০- বাঙালি ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয়। ১৮৬১ সালে ১ মার্চ বাংলাদেশের নওগাঁ জেলার গৌরনাইয়ের বরেন্দ্র বর্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশের রাজশাহী জেলার তৎকালীন নেতৃস্থানীয় আইনজীবী ছিলেন তিনি। মানবিক জ্ঞানের বিভিন্ন শাখায়, বিশেষ করে ইতিহাস, সাহিত্য, ভাষা, সংস্কৃতি, চিত্রকলা এবং প্রত্নতত্ত্ব বিষয়ে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তার বিচক্ষণতায় প্রভাবিত হয়েই শরৎকুমার রায় বরেন্দ্র রিসার্চ সোসাইটি এবং বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন।

১৯৪৪- প্রসিদ্ধ হোমিওপ্যাথিক ঔষধ ব্যবসায়ী, সমাজসেবী ও দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য।
১৯৬৮- বাঙালি চিত্রশিল্পী মনীন্দ্রভূষণ গুপ্ত।
১৯৭৪- একজন বাঙালি চলচ্চিত্র অভিনেতা পাহাড়ী সান্যাল।
২০০৫- মার্কিন নাট্যকার, প্রবন্ধকার এবং লেখক আর্থার মিলার।