ড্রাইভিংয়ের সময় ফোন রিসিভ করার যন্ত্রণা নতুন নয়। অনেক সময় ফোন রিসিভ করতে গিয়ে দুর্ঘটনার শিকারও হতে হয়। তবে এবার সে ঝামেলা বোধহয় শেষ হয়ে যাচ্ছে। কারণ, এসে গেল এমন এক স্মার্টফোন, গাড়ি চালানোর সময় আপনার কোনো ফোন এলে, স্মার্টফোন নিজে থেকেই তা জানিয়ে দেবে।
ভাবছেন এ আবার কেমন স্মার্টফোন! হ্যাঁ, এতটাই উন্নত প্রযুক্তির স্মার্টফোন নিয়ে এলো স্যামসাং। স্যামসাং গ্যালাক্সি J3 স্মার্টফোনে এমন প্রযুক্তি দেয়া রয়েছে, যাতে আপনাকে নিজেকে আর ফোন ধরে বলার দরকার নেই যে আপনি গাড়ি চালাচ্ছেন। কোনো ফোন এলে স্মার্টফোন নিজেই তা জানিয়ে দেবে।
স্যামসাং গ্যালাক্সি J3 স্মার্টফোনে S-বাইক ফিচার্স রয়েছে। এই ফিচার্সে এমন এক উপায় রয়েছে, যাতে আপনি আগে থেকেই একটি মেসেজ লিখে রাখতে পারবেন। গাড়ি চালানোর সময় ইনকামিং কল এলেই ফিচার্সে থাকা সেই মেসেজটি নিজে থেকেই সেন্ড হয়ে যাবে। ফলে আপনাকেও আর গাড়ি থামিয়ে দেখতে হবে না। ভারতের বাজারে ফোনটির দাম মাত্র ৮,৯৯০ টাকা।