গোলসান আরা বেগমঃ
আর কি বেদনা দিবে
আমাকে
কন্টক স্বাদ গিলে খেয়ে
জীবনকে পিঠে নিয়ে
ঘুরছি
মাথা ব্যথা নেই এ নিয়ে।
সুর্যকে গিলে খায় গোধুলি
চাদ করে আড়াল মেঘ
দিনের আলো হারায়
আঁধারে
ধুলিসাৎ করে দেমাগ।
আমার রক্তে জ্বলে দ্বিগুন
প্রীতিলতার আগুন
সকাল সন্ধ্যা নিরবধি
দোলে
একুশের বৈশাখী ফাগুন।
কারো ফুলবাগিছা নস্ট
করিনি
করিনি লুটপাট ধান্ধাবাজি
দেইনি কারো দুঃখের
মনোঃকষ্ট
সফল কাজের কাজী।
এই দু’টি হাত একান্তই
আমার
আগুনে পুড়ে শক্ত
করি না তেলবাজি
চাপাবাজি
আমি একাই একশত।
কি আর বেদনা দিবে
এখন
খাবে রক্ত চুষে
রক্তের ক্ষত পায়ে ঢলে
আমি জল করি পিষে।