ড. গোলসান আরা বেগমঃ
আয়রে ছুটে দেখে যা
শিশু নাচে চুল খুলি
শিশির ভেজা দূর্বাঘাসে
জ্বলে মুক্তা দানাগুলি।
শাপলা ফোটা ঝিলে বিলে
জলে ডুবু গোধূলি
শিউলি গাছে পাতার তলে
নাচে ডালে বুলবুলি।
ডালে ডালে ঝুলে ঐ
কেয়া কদম জুঁই
জোনাক জ্বলা সন্ধ্যা রাতে
চাঁদ হারালো কই।
বৃস্টি ভেজা রোদে পুড়ে
খোকা খুকী খেলে
রংধনু আঁকে রঙিন ছবি
রঙের কৌটা ঢেলে।