গোলসান আরা বেগমঃ
টিএসসি বা পাবলিক লাইব্রেরির খোলা প্রান্তরে
গা ঘেঁসে বসে বলতে কথা
কি যে শিহরন দোলতো শিরা উপশিরায়
লিখে ফেলতাম প্রেমের কবিতা।
আঙ্গুলে আঙ্গুল ধরে হেঁটে যেতাম বহুদুর
চোখে ভাসতো যৌবনের রোদেলা রুদ্দোর
মনে পড়ে
ভালোবাসার শস্য দানা ছড়িয়ে দিতে ঠোটে
নরম তৃষ্ণায়, সবুজ ঘাসে,
কলাপাতায়।
ভালোইতো ছিলাম
ফুলের ডগায়,আকাশের তারায়
হারিয়ে যেতাম
কে কি বললো তোরাই কেয়ার করতাম।
অপেক্ষা করতাম
ছানাচুর বা টি স্টলে
কখন আসবে,বসবো গা ঘেসে
হাঁ
অপেক্ষার গা জ্বালিয়ে
আসতেও অবশেষে।
তুমি বলতো
সে সব দিনগুলো, দুপুর গুলো
কোথায় হারিয়ে গেলো
ঘুরে গেলো পথ অন্য তালে লয়ে
এখন আর বাজে না মনের বীণা
সারেগামা সুর হারালো।
শুধু
ধুসর বর্ণ চোখে
নীলাম্বরী আকাশের ঢেউ
বন্দ বুকের দরজায় ঘুরে বেড়ায়
আছি ছিলাম তোমার। বলে না কেউ।
কি হবে
স্মরণ ডালায় প্রেমের ঝালমুড়ি মেখে
হলুদিয়া পাখী গেলো উড়ে
ফেরৎ কাম ঠোটে তুলে
আসবে না ফিরে।
কি হবে চোখ মুছে।