ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আজকের আই দিনে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ও কৈলাসচন্দ্র বসুর প্রয়াণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
  • ১৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয়ে ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসের। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই  বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৯ জানুয়ারি ২০২২, বুধবার। ০৫ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৮৪০- নাবিক ক্যাপ্টেন চার্লস আমেরিকা উপকূল আবিষ্কার করেন।
১৮৮৩- টমাস এডিসন, প্রথমবারের মত তার ব্যবহার করে বৈদ্যুতিক বাতি তৈরি করেন।
১৯৮৩- Apple Inc. প্রথমবারের মত পার্সোনাল কম্পিউটারে গ্রাফিকাল ইউজার ইন্টারফেস এবং মাউস ব্যবহারের ঘোষণা দেয়।
১৯৮৮- চীনে বিমান দুর্ঘটনায় ১০৮ জনের মৃত্যু হয়।
২০০৬- নাসার নামবিহীন একটি স্পেসক্রাফট প্লুটো যাবার পথে ব্লাস্ট হয়।

জন্ম
১৭৩৬- স্কটিশ রসায়নবিদ এবং প্রকৌশলী জেমস ওয়াট।
১৮০৯- মার্কিন লেখক এডগার অ্যালান পো।
১৮২২- খ্যাতনামা মৃৎশিল্পী যদুনাথ পাল।
১৯৩১- বাংলাদেশি উচ্চাঙ্গ সংগীত শিল্পী, সুরকার ও সরোদ বাদক ওস্তাদ বাহাদুর হোসেন খান।
১৯৩৫- ভারতীয় বাঙালি অভিনেতা ও আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়।

মৃত্যু
১৮৮৬- বাংলার প্রথম মৌলিক নাট্যকার ও হরিনাভি বঙ্গনাট্য সমাজের প্রতিষ্ঠাতা রামনারায়ণ তর্করত্ন।
১৯২৪- ভারতীয় নারীবাদী এবং সমাজ সংস্কারক সরোজ নলিনী দত্ত।
১৯২৬- বাংলা শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের দ্বারকানাথ ঠাকুরের পৌত্র এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র তিনি। তিনি ছিলেন বিশিষ্ট বাঙালি কবি, সংগীতকার, দার্শনিক, গণিতজ্ঞ ও চিত্রশিল্পী। তিনি বাংলা সংকেত লিপি (শর্ট হ্যান্ড) ও স্বরলিপি রচনার অন্যতম অগ্রপথিক।

১৯২৭- ভারতের চিকিৎসাশাস্ত্রে সবচেয়ে সম্মানিত চিকিৎসক স্যার কৈলাসচন্দ্র বসু। তার জন্ম কলকাতার সিমলার বসুপরিবারে। ওরিয়েন্টাল সেমিনারিতে পড়াশোনা শেষ করে ১৮৭৪ খ্রিস্টাব্দে কলকাতা মেডিক্যাল কলেজ হতে ডাক্তারি পাশ করে ক্যাম্পবেল হাসপাতালে রেসিডেন্ট মেডিক্যাল অফিসার হন। ভারতের প্রথম স্যার উপাধিপ্রাপ্ত চিকিৎসক।
২০১৯- বাঙালি সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়।

দিবস
জাতীয় শিক্ষক দিবস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আজকের আই দিনে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ও কৈলাসচন্দ্র বসুর প্রয়াণ

আপডেট টাইম : ১০:২৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয়ে ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসের। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই  বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৯ জানুয়ারি ২০২২, বুধবার। ০৫ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৮৪০- নাবিক ক্যাপ্টেন চার্লস আমেরিকা উপকূল আবিষ্কার করেন।
১৮৮৩- টমাস এডিসন, প্রথমবারের মত তার ব্যবহার করে বৈদ্যুতিক বাতি তৈরি করেন।
১৯৮৩- Apple Inc. প্রথমবারের মত পার্সোনাল কম্পিউটারে গ্রাফিকাল ইউজার ইন্টারফেস এবং মাউস ব্যবহারের ঘোষণা দেয়।
১৯৮৮- চীনে বিমান দুর্ঘটনায় ১০৮ জনের মৃত্যু হয়।
২০০৬- নাসার নামবিহীন একটি স্পেসক্রাফট প্লুটো যাবার পথে ব্লাস্ট হয়।

জন্ম
১৭৩৬- স্কটিশ রসায়নবিদ এবং প্রকৌশলী জেমস ওয়াট।
১৮০৯- মার্কিন লেখক এডগার অ্যালান পো।
১৮২২- খ্যাতনামা মৃৎশিল্পী যদুনাথ পাল।
১৯৩১- বাংলাদেশি উচ্চাঙ্গ সংগীত শিল্পী, সুরকার ও সরোদ বাদক ওস্তাদ বাহাদুর হোসেন খান।
১৯৩৫- ভারতীয় বাঙালি অভিনেতা ও আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়।

মৃত্যু
১৮৮৬- বাংলার প্রথম মৌলিক নাট্যকার ও হরিনাভি বঙ্গনাট্য সমাজের প্রতিষ্ঠাতা রামনারায়ণ তর্করত্ন।
১৯২৪- ভারতীয় নারীবাদী এবং সমাজ সংস্কারক সরোজ নলিনী দত্ত।
১৯২৬- বাংলা শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের দ্বারকানাথ ঠাকুরের পৌত্র এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র তিনি। তিনি ছিলেন বিশিষ্ট বাঙালি কবি, সংগীতকার, দার্শনিক, গণিতজ্ঞ ও চিত্রশিল্পী। তিনি বাংলা সংকেত লিপি (শর্ট হ্যান্ড) ও স্বরলিপি রচনার অন্যতম অগ্রপথিক।

১৯২৭- ভারতের চিকিৎসাশাস্ত্রে সবচেয়ে সম্মানিত চিকিৎসক স্যার কৈলাসচন্দ্র বসু। তার জন্ম কলকাতার সিমলার বসুপরিবারে। ওরিয়েন্টাল সেমিনারিতে পড়াশোনা শেষ করে ১৮৭৪ খ্রিস্টাব্দে কলকাতা মেডিক্যাল কলেজ হতে ডাক্তারি পাশ করে ক্যাম্পবেল হাসপাতালে রেসিডেন্ট মেডিক্যাল অফিসার হন। ভারতের প্রথম স্যার উপাধিপ্রাপ্ত চিকিৎসক।
২০১৯- বাঙালি সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়।

দিবস
জাতীয় শিক্ষক দিবস