আমি একাই এক শত

গোলসান আরা বেগমঃ

আমি একাই এক শত
কি? কথাটা শুনতে খারাপ লাগছে
হিংসা হচ্ছে? ভয় ভয় অসহনীয় মনে হচ্ছে?
তা না হলে কেন ওরা পেছনে লাগছে।

হাঁটলে দোষ, কথা বললে দোষ
দোষ পায়ে পায়ে ঘুরে
চোখ রাঙানি আর সহ্য হয় না
পালিয়ে যেতে ইচ্ছে করে দুরে।

না, নিজেকে হত্যা করবো না
যতই বলো–ঘরে বসে থাকো
মাথা ঢেকে নত হয়ে হাঁটো
রাখবে আমায় ফাঁদে ফেলে কতো।

সুর্য ওঠে ডুবে আমাকেও দেয় আলো
আমিও সৃস্টি সুখের উল্লাসে অংশিদার
শ্রমে ঘামে কর্মে ধর্মে আছি মিশে
সর্বত্র সরব উপস্থিতি আমার।

ডরাই না, ভয় পাই না
করি কল্যাণ পারি যত
হাতে পায়ে আছে শক্তি ভক্তি
কেন হবো নতজানু নত
বুদ্ধি মেধায় আমি একাই এক শত।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর