প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জনগণকে পুড়িয়ে মারার জন্য তো রাজনীতি নয়। আর যারা জনগণকে পুড়িয়ে মারে, তারা কী ধরনের রাজনীতি করে? এতে কি সরকার উৎখাত করবে, তারপর ক্ষমতায় যাবে। এই লোভে মানুষ পুড়িয়ে মারা। আর মানুষ পুড়িয়ে মেরে তারা কীভাবে আশা করে, জনগণ তাদের সমর্থন দেবে।’
বুধবার রাজধানীতে ‘শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যখন তারা মানুষ পুড়ে মারছিল তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দেখেছি যে, এখানে জায়গা অপ্রতুল। ডাক্তার, নার্স যারা কর্মরত ছিলেন, দিন-রাত অক্লান্ত পরিশ্রম তারা করেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে যুগোপযোগী প্রযুক্তিসম্পন্ন হাসপাতাল গড়ে তুলে চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। ঐতিহ্য রক্ষার নামে যত সমালোচনাই হোক না কেন, জীর্ণ ভবনগুলো ভেঙে নতুন করে করার উদ্যোগ নেয়া হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই নির্মাণ করা হচ্ছে ‘শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি’।