তৃতীয় ডাকেই মাশরাফিকে নিয়ে নিলো ঢাকা

হাওর বার্তা ডেস্কঃ বিপিএলের অষ্টম আসরে দল পেতে বেশি অপেক্ষা করতে হলো না দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। প্লেয়ার্স ড্রাফটে তৃতীয় ডাকেই তাকে দলে নিয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি।

জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ঢাকায় খেলবেন মাশরাফি। এর আগে বিপিএলে তিনটি ভিন্ন আসরে ঢাকার জার্সি গায়ে খেলেছেন তিনি।

ড্রাফটের দুই সেটে চারজন করে খেলোয়াড় দলে ভিড়িয়েছে প্রতিটি দল। যেখানে প্রথম সেটে দল পেয়েছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, কাজী নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম রুবেল হোসেনরা।

পরে দ্বিতীয় সেটে সুযোগ পেয়েছেন মাশরাফিসহ ইমরুল কায়েস, শুভাগত হোম, শামীম পাটোয়ারী, নাজমুল ইসলাম অপু, আলআমিন হোসেনরা।

একনজরে দেখে নেওয়া যাক দুই সেটের চার রাউন্ডে কোন দলে আছেন কে

কুমিল্লা – লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম
ঢাকা – তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শুভাগত হোম চৌধুরী
সিলেট – মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আলআমিন হোসেন, নাজমুল ইসলাম অপু
খুলনা – শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলি রাব্বি
চট্টগ্রাম – শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী, মুকিদুল ইসলাম মুগ্ধ
বরিশাল – কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি

সবমিলিয়ে ছয় দলের অবস্থা দাঁড়ালো

খুলনা
দেশি – মুশফিকুর রহিম, শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলি রাব্বি

বিদেশি- থিসারা পেরেরা, নবীন উল হক ও ভানুকা রাজাপাকশে

বরিশাল
দেশি – সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি

বিদেশি – ক্রিস গেইল, মুজিব উর রহমান ও দানুশকা গুনাথিলাকা

চট্টগ্রাম
দেশি – নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী, মুকিদুল ইসলাম মুগ্ধ

বিদেশি – বেনি হাওয়েল ও কেন্নার লুইস

কুমিল্লা
দেশি – মোস্তাফিজুর রহমান, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম

বিদেশি – নেই

ঢাকা
দেশি – মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শুভাগত হোম চৌধুরী

বিদেশি – ইসুরু উদানা, কাইস আহমেদ ও নাজিবউল্লাহ জাদরান

সিলেট
দেশি – তাসকিন আহমেদ,মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আলআমিন হোসেন, নাজমুল ইসলাম অপু

বিদেশি – দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস ও কলিন অ্যালেক্সান্ডার

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর