হাওর বার্তা ডেস্কঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে হত্যা মামলায় মেম্বার প্রার্থী রফিউল আলম ছিদ্দিকী জিতুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালতের পরিদর্শক প্রসুন কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেছেন
গ্রেফতার রফিউল আলম ছিদ্দিকী জিতু পাঁচবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. নুরে আলম সিদ্দিকী ওরফে হিরা মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে মোরগ প্রতীক নিয়ে মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে নিজ এলাকায় তার সঙ্গীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় মেম্বার প্রার্থী রফিউল আলম ছিদ্দিকী জিতুকে গ্রেফতার করে।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুজ্জামান বলেন, গ্রেফতারি পরোয়ানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
২০১৭ সালে পাঁচবাগ ইউনিয়নের চৌকা গ্রামের প্রবাসী সবুজ হত্যার মামলায় প্রধান আসামি ছিলেন তিনি। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানায় তাকে গ্রেফতার করে পুলিশ।