হাওর বার্তা ডেস্কঃ চোটের কারণে খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজেও ছিলেন অনুপস্থিত। বিশ্বকাপ শেষে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দেখা যায়নি দেশ সেরা এই ওপেনারকে।
মাঝে নেপালের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গেলেও দেশে ফেরেন চোট নিয়ে। সব মিলে লম্বা সময় ধরেই রয়েছেন মাঠের বাইরে। নেপালে চোট পাওয়ার পর গত ২২ নভেম্বর ইংল্যান্ডে যান ডাক্তার দেখাতে। শঙ্কা ছিল অস্ত্রোপচারের তবে শেষ পর্যন্ত জানানো হয় পুনর্বাসনেই সেরে উঠবেন তামিম।
সে অনুযায়ী এক মাসের পুনর্বাসনে থাকলেও সময় শেষ হবার আগেই অনুমতি পান ব্যাট হাতে অনুশীলনে ফেরার। টাইগারদের ওয়ানডে অধিনায়ক আজ সোমবার সের ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছেন লম্বা সময় ধরে।
সকালে হালকা ব্যাটিং করেছেন। বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট লিগ নিয়ে বোলাররা ব্যস্ত থাকায় আজ স্পিনারদের দিয়েই অনুশীলন সারেন টাইগার ওপেনার।
এদিকে আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ নেই বাংলাদেশ দলের। তাই ধরা হচ্ছে বিপিএল দিয়েই মাঠে ফিরবেন তামিম ইকবাল।