হাওর বার্তা ডেস্কঃ লিওনেল মেসি যোগদানের পর পিএসজিকে আর্জেন্টাইন ফুটবলারের আধিপত্য বেড়েছে। লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিয়েন্দ্রো পারেদেস, মাওরো ইকার্দি আছেন সেই দলে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন পারেদেস, যেখানে দেখা যায় একটি কক্ষে মেসি ও ডি মারিয়ার সঙ্গে টিভি দেখছেন তিনি। তাদের পাশেই কোপা আমেরিকা শিরোপা।
আর সেই ছবিতে ‘কটাক্ষ’ করে মন্তব্য করেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে রেহাই পাননি তিনি, আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের তোপের মুখে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
ছবির মন্তব্যের ঘরে নেইমার লেখেন, পুতোস। পর্তুগীজ ভাষায় যার অর্থ ‘ছোট বাচ্চারা’ আর স্প্যানিশ অর্থে সেটা অশ্লীল কিছুকে ইঙ্গিত করে।
সেটা দেখেই এমি. মার্টিনেজ লেখেন, ‘এ তো আমাদের নিত্যদিনের ছবি!’
এরপর আনহেল ডি মারিয়াকে ডেকে নেইমারকে খোঁচা দেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক মার্টিনেজ। লিখলেন, ‘আনহেল, তোমার বন্ধুর ওপর পানি ঢালো।’
অর্থাৎ ছবিটি দেখে নেইমারের গায়ে আগুন জ্বলছে। বিষয়টি আরো পরিস্কার করে দেন আরেক আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো চেলসোও।
সরাসরি নেইমারকে ইঙ্গিত না করে কেবল আগুনের ইমোজি দেন তিনি।
উল্লেখ্য, মেসি, ডি মারিয়ার সঙ্গে দারুণ সম্পর্ক নেইমারের। মেসিকে পরম বন্ধু বলেই সম্বোধন করেন নেইমার।
কিন্তু কোপা আমেরিকার শিরোপার কথা উঠলেই সেই বন্ধুত্বের রেখা যে অদৃশ্য হয়ে যায়। কারণ লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সব শেষ আসরে ব্রাজিলের মাটিতেই নেইমারদের হারিয়ে শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা।
সেলেকাওদের কাঁদিয়ে ২৮ বছর পর আন্তর্জাতিক শিরোপার স্বাদে মত্ত হয় আলবিসেলেস্তেরা।