ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গুয়াতেমালায় জমি সংক্রান্ত বিরোধ, সংঘর্ষে, পুলিশসহ নিহত ১২

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • ১০১ বার

হাওর বার্তা ডেস্কঃ গুয়াতেমালার পশ্চিমাঞ্চলে দীর্ঘদিন ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। গুয়াতেমালার রাজধানী থেকে ১৫৫ কিলোমিটার দূরে চিকুইক্স গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সময় শনিবার দেশটির কর্তৃপক্ষ জানায়, দুটি পৌরসভার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে তিন শিশু, এক নারী ও এক পুলিশ সদস্যসহ ১২ জন নিহত হন।
গুয়াতেমালার জাতীয় পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভবিষ্যতে সহিংসতা এড়াতে দুই পক্ষের প্রধানদের সঙ্গে কথা বলছেন তারা। দেশটির মানবাধিকার ন্যায়পালের কার্যালয়ও ওই এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানোর সুপারিশ করেছে।

গুয়াতেমালা ১৮২১ সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য ও সরকারি নিপীড়নের ফলে ১৯৬০ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। ১৯৯৬ সালে একটি শান্তিচুক্তি স্বাক্ষরের মাধ্যমে ৩৬ বছরের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের অবসান ঘটে। এই যুদ্ধে দুই লাখেরও বেশি গুয়াতেমালান নিহত বা নিখোঁজ হন। এই অঞ্চলের মানুষদের মধ্যে ভূমি নিয়ে বছরের পর বছর ধরে ঝগড়া-বিবাদ চলে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

গুয়াতেমালায় জমি সংক্রান্ত বিরোধ, সংঘর্ষে, পুলিশসহ নিহত ১২

আপডেট টাইম : ০৫:৩৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১

হাওর বার্তা ডেস্কঃ গুয়াতেমালার পশ্চিমাঞ্চলে দীর্ঘদিন ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। গুয়াতেমালার রাজধানী থেকে ১৫৫ কিলোমিটার দূরে চিকুইক্স গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সময় শনিবার দেশটির কর্তৃপক্ষ জানায়, দুটি পৌরসভার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে তিন শিশু, এক নারী ও এক পুলিশ সদস্যসহ ১২ জন নিহত হন।
গুয়াতেমালার জাতীয় পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভবিষ্যতে সহিংসতা এড়াতে দুই পক্ষের প্রধানদের সঙ্গে কথা বলছেন তারা। দেশটির মানবাধিকার ন্যায়পালের কার্যালয়ও ওই এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানোর সুপারিশ করেছে।

গুয়াতেমালা ১৮২১ সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য ও সরকারি নিপীড়নের ফলে ১৯৬০ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। ১৯৯৬ সালে একটি শান্তিচুক্তি স্বাক্ষরের মাধ্যমে ৩৬ বছরের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের অবসান ঘটে। এই যুদ্ধে দুই লাখেরও বেশি গুয়াতেমালান নিহত বা নিখোঁজ হন। এই অঞ্চলের মানুষদের মধ্যে ভূমি নিয়ে বছরের পর বছর ধরে ঝগড়া-বিবাদ চলে আসছে।