হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে বৈদ্যুতিক ফাঁদে আটকে বন্য হাতি হত্যার মামলায় পিতা-পুত্রকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
এই বন্যপ্রাণী হত্যা মামলার আসামিরা হলেন কামাল (৫০) ও নেজাম (২০)।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা সফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
বন বিভাগ জানায়, গত ৩০ নভেম্বর সাধনপুর ইউনিয়নের পাহাড়ি লটমনি এলাকায় বৈদ্যুতিক ফাঁদে আটকে একটি বন্য হাতির মৃত্যু হয়। পরে আসামি কামাল ও নেজাম হাতিটি মাটিচাপা দেন। এরপর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাতিটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত ও নমুনা সংগ্রহ করে।
এই ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে বাঁশখালীর আমলি আদালতে কামাল ও তার পুত্র নেজামকে আসামি করে মামলা দায়ের করে।
এই মামলায় আসামিরা আদালতে জামিন নিতে গেলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।