হাওর বার্তা ডেস্কঃ সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে খুলনার বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে দাখিল করা মামলার আবেদন খারিজ হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টায় সাইবার ট্রাইব্যুনালের বিচারক কনিকা বিশ্বাস সিআরপিসি ২০৩ ধারা মোতাবেক আবেদনটি খারিজ করেন।
গত রবিবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা গোলাম মওলা সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের জন্য খুলনা সাইবার ট্রাইব্যুনাল আদালতে আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে মঙ্গলবার আবেদনের শুনানির দিন ধার্য করেছিলেন।
বাদী মামলার আরজিতে উল্লেখ করেন, চলতি বছরের ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে সময় সিবিএমের (ইউটিউব চ্যানেল) উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদ তথ্য প্রতিমন্ত্রী (বর্তমানে পদত্যাগ করা) ডা. মুরাদ হাসানের একটি সাক্ষাৎকার প্রচার করেন। ওই সাক্ষাৎকারে মুরাদ হাসান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বড় মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশ্লীল নারী বিদ্বেষী ভাষা ব্যবহার করেন। যা মুসলীম ধর্মীয় অনুভূতি এবং রাজনৈতিক শ্রেণি ও গোষ্ঠীর মধ্যে অসন্তোষ ও দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির বহিঃপ্রকাশ।
অ্যাডভোকেট মোল্লা গোলাম মওলা বলেন, গত ১১ ডিসেম্বর তারা খুলনা সদর থানায় মামলা করতে গিয়েছিলেন। কিন্তু বিষয়টি তাদের এখতিয়ারে নেই বলে জানালে তারা আদালতের আশ্রয় নিয়েছেন। আদালত মঙ্গলবার শুনানি শেষে অভিযোগটি খারিজ করে দেন। আমরা বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যাব।