ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লোকালয়ে বন্য হাতি, আতঙ্কে এলাকাবাসী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ খাগড়াছড়ির মানিকছড়িতে লোকালয়ে প্রবেশ করেছে দুটি বন্য হাতি। আকস্মিক লোকালয়ে বন্য হাতির আগমনে জনমনে উৎকণ্ঠা ও আতঙ্ক দেখা দিয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত লোকালয়ে আসা হাতি দুটি মানিকছড়ি উপজেলা সদর থেকে অনেক দূরে গহীন অরণ্যে অবস্থান করছে। তবে হাতিগুলোকে গন্তব্যে পৌঁছাতে কাজ করছে বনবিভাগ।

জানা গেছে, সোমবার (১৩ ডিসেম্বর) সকালের দিকে মানিকছড়ি সদরের অদূরে কর্ণেল বাগানের পশ্চিমে এয়াতলংপাড়া এলাকায় হঠাৎ দুইটি বন্য হাতির উপস্থিতি দেখা যায়। তার কিছুক্ষণ পর উৎসুক জনতা হাতি দুটিকে দেখতে ভিড় করে। এসময় বন বিভাগকে খবর দিলে বন বিভাগের লোকজন, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় উৎসুক জনতাকে শান্ত রাখার চেষ্টা করা হয়। পাশাপাশি হাতি দুটিকে বিরক্ত না করার জন্য অনুরোধ জানানো হয়।

 

এদিকে বিকেল সাড়ে তিনটার দিকে পান্নাবিলের নাথপাড়া হরি মন্দির এলাকায় দিলীপ দাশের একটি মাটির ঘর ও একটি টিনশেড ঘরসহ চারপাশে ভাঙচুর চালায় লোকালয়ে আসা দুই হাতি। তবে এসময় জানমালের কোনো ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী মো. আজগর আলী বলেন, লোকালয়ে হাতি আসার খবর শুনে প্রথমে বিশ্বাস হয়নি। পরে বনে ঢুকলে সামনে পড়ে গেলে দৌড়ে পালিয়ে আসি।

মানিকছড়ির লোকালয়ে আসা হাতিগুলো এখনো গহীন অরণ্যে অবস্থান করছে জানিয়ে মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনুর আলম বলেন, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সকাল থেকেই পুলিশ দায়িত্ব পালন করছে।

খাগড়াছড়ি জেলার সহকারী বন সংরক্ষক মো. মুজাম্মেল হোসেন জানান, খবর পেয়ে হাতিকে নিরাপদ গন্তব্যে পৌঁছাতে সন্ধ্যার পর মশাল, বাঁশি, টিন, আতশবাজিসহ প্রয়োজনীয় নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

লোকালয়ে বন্য হাতি, আতঙ্কে এলাকাবাসী

আপডেট টাইম : ১০:৪৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১

হাওর বার্তা ডেস্কঃ খাগড়াছড়ির মানিকছড়িতে লোকালয়ে প্রবেশ করেছে দুটি বন্য হাতি। আকস্মিক লোকালয়ে বন্য হাতির আগমনে জনমনে উৎকণ্ঠা ও আতঙ্ক দেখা দিয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত লোকালয়ে আসা হাতি দুটি মানিকছড়ি উপজেলা সদর থেকে অনেক দূরে গহীন অরণ্যে অবস্থান করছে। তবে হাতিগুলোকে গন্তব্যে পৌঁছাতে কাজ করছে বনবিভাগ।

জানা গেছে, সোমবার (১৩ ডিসেম্বর) সকালের দিকে মানিকছড়ি সদরের অদূরে কর্ণেল বাগানের পশ্চিমে এয়াতলংপাড়া এলাকায় হঠাৎ দুইটি বন্য হাতির উপস্থিতি দেখা যায়। তার কিছুক্ষণ পর উৎসুক জনতা হাতি দুটিকে দেখতে ভিড় করে। এসময় বন বিভাগকে খবর দিলে বন বিভাগের লোকজন, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় উৎসুক জনতাকে শান্ত রাখার চেষ্টা করা হয়। পাশাপাশি হাতি দুটিকে বিরক্ত না করার জন্য অনুরোধ জানানো হয়।

 

এদিকে বিকেল সাড়ে তিনটার দিকে পান্নাবিলের নাথপাড়া হরি মন্দির এলাকায় দিলীপ দাশের একটি মাটির ঘর ও একটি টিনশেড ঘরসহ চারপাশে ভাঙচুর চালায় লোকালয়ে আসা দুই হাতি। তবে এসময় জানমালের কোনো ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী মো. আজগর আলী বলেন, লোকালয়ে হাতি আসার খবর শুনে প্রথমে বিশ্বাস হয়নি। পরে বনে ঢুকলে সামনে পড়ে গেলে দৌড়ে পালিয়ে আসি।

মানিকছড়ির লোকালয়ে আসা হাতিগুলো এখনো গহীন অরণ্যে অবস্থান করছে জানিয়ে মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনুর আলম বলেন, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সকাল থেকেই পুলিশ দায়িত্ব পালন করছে।

খাগড়াছড়ি জেলার সহকারী বন সংরক্ষক মো. মুজাম্মেল হোসেন জানান, খবর পেয়ে হাতিকে নিরাপদ গন্তব্যে পৌঁছাতে সন্ধ্যার পর মশাল, বাঁশি, টিন, আতশবাজিসহ প্রয়োজনীয় নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।