হাওর বার্তা ডেস্কঃ ওসাসুনার বিপক্ষে খেলতে গিয়ে মাঠে নামার আগে বার্সা কোচ জাভি হার্নান্দেজ মন্তব্য করেছিলেন- বার্সার আসলে খেলায় নয়, মানসিকতায় সমস্যা। কোচের এই কঠিন কথায়ও খুব একটা লাভ হলো না। ওসাসুনার বিপক্ষে ২ গোল করেও পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ত্যাগ করতে পারলো না কাতালানরা। ২-২ গোলে ড্র করেছে বার্সা।
কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর লা লিগায় টানা দুটি জয় পেয়েছিলেন জাভি। এস্পানিওলের বিপক্ষে জয় দিয়ে শুরু। এরপর ভিয়ারিয়ালের বিপক্ষেও জয় পেয়েছিল বার্সা। এরপরই জয় ভুলে গেছে জাভির শিষ্যরা। রিয়াল বেটিসের কাছে ১-০ গোলে হার দিয়ে শুরু। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে। এরপর আজ ড্র করতে হলো ওসাসুনার সঙ্গে।
এই ড্র’য়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলে আট নম্বরে নেমে গেলো বার্সা। ১৬ ম্যাচ শেষে তাদের অর্জন মাত্র ২৪ পয়েন্ট। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ১৭ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১০ নম্বর স্থানে রয়েছে ওসাসুনা।
বার্সার হয়ে গোল দুটি করেন নিকো গঞ্জালেজ এবং আবদেলসামাদ এজালজৌলি। বার্সার জার্সি গায়ে এই প্রথম গোলের খাতা খুললেন তারা দু’জন। বায়ার্নের কাছে ৩-০ গোলে হারের পর জাভি একাদশে পরিবর্তন আনেন এবং এই দু’জনকে ঠাঁই করে দেন।
কিন্তু দু’বার পিছিয়ে পড়েও সমতায় ফেরত আসে ওসাসুনা। তাদের হয়ে গোল দুটি করেন ডেভিড গার্সিয়া এবং এজেকুয়েল আভিলা। ম্যাচের ১২ মিনিটে গোল করে বার্সাকে প্রথম লিড এনে দেন নিকোলাস গঞ্জালেজ।
২ মিনিট পরই (১৪তম মিনিটে) গোলটি শোধ করে দেন ডেভিড গার্সিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৯তম মিনিটে গোল করে আবারও বার্সাকে লিড এনে দেন আবদেলসামাদ এজালজৌলি। কিন্তু ম্যাচ শেষ হওয়ার ৪ মিনিট আগে, ৮৬তম মিনিটে বার্সার সর্বনাশ করে দেন এজেকুয়েল আভিলা।