হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসের। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।
১৩ ডিসেম্বর ২০২১, সোমবার। ২৯ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ।
ঘটনা
১৬৪২- পর্তুগিজ নাবিক আবেল তাসমান নিউজিল্যান্ড আবিষ্কার করেন।
১৮৮৯- বেলজিয়াম নারী ও শিশু শ্রম বিষয়ে আইন জারি করে।
১৯৭১- নীলফামারী, মানিকগঞ্জ ও বগুড়া জেলা পাক হানাদার মুক্ত হয়।
১৯৯১- কিশোরগঞ্জে পাকুন্দিয়া পীর মতিউর রহমানের সশন্ত্র বাহিনীর সঙ্গে পুলিশের ৩ দিনব্যাপী সংঘর্ষ শুরু হয় এতে ২ পুলিশসহ ২১ জন নিহত হন।
জন্ম
১৯০৩- বাঙালি সাহিত্যিক শিবরাম চক্রবর্তী। কবিতা-রচনা দিয়ে তার সাহিত্য-জীবনের শুরু। তবে বেশি পরিচিত ছিলেন রম্যলেখক হিসেবেই। কলকাতার দর্জিপাড়ায়, নয়ানচাঁদ দত্ত লেনে দাদার বাড়িতে জন্ম তার। বিচিত্র জীবন ছিল শিবরাম চক্রবর্তীর। রাজনীতি করেছেন, জেল খেটেছেন, রাস্তায় কাগজ ফেরি করেছেন, ফুটপাথে রাত্রিবাস করেছেন, সাংবাদিকতা করেছেন, আজীবন মেস-জীবনযাপন করেছেন।
১৯৩৪- বাঙালি সংগীত শিল্পী ও সুরকার জটিলেশ্বর মুখোপাধ্যায়।
১৯৬৭- মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, গায়ক, গীতিকার ও প্রযোজক জেমি ফক্স।
১৯৮৪- স্প্যানিশ ফুটবলার সান্তি কাজোরলা।
১৯৮৭- বাংলাদেশি সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
মৃত্যু
১৭৮৪- ইংরেজ লেখক ও অভিধান প্রণেতা স্যামুয়েল জনসন।
১৯৩০- ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী বিনয় বসু। প্রকৃত নাম বিনয় কৃষ্ণ বসু। মুন্সিগঞ্জ জেলার রোহিতভোগ গ্রামে জন্ম তার।
১৯৮৬- বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, টেলিভিশন ও থিয়েটার কর্মী স্মিতা পাতিল। ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম বাঙালি ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।
১৯৯২- ভারতীয় বাঙালি সংগীত শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।
১৯৯৩- ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী অশোকতরু বন্দ্যোপাধ্যায়।