বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি

হাওর বার্তা ডেস্কঃ মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে এখনও খেলা শুরু হয়নি। সকাল সোয়া ৯টায় মাঠ পরিদর্শন করার কথা ছিল আম্পায়ারদের। তবে বৃষ্টির কারণে তারা মাঠেই নামতে পারেননি।

আগের দিনের আড়াই ঘণ্টা খেলা না হওয়ার সময় পুষিয়ে নিতে আজ সকাল সাড়ে ৯টায় খেলা শুরুর কথা ছিল।

আজও ঢাকার আকাশ মেঘে ঢাকা। টিপ টিপ বৃষ্টি পড়ছে। উইকেট এবং তার আশপাশে ৩০ গজ পুরো ত্রিপল দিয়ে ঢেকে রাখা।

প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে ৫৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬১ রান করে পাকিস্তান। ৬০ রানে উইকেটে রয়েছেন বাবর আজম এবং ৩৬ রানে রয়েছেন আজহার আলি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর