পটুয়া কামরুল হাসানের জন্মদিন আজ

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।

০২ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার। ১৭ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৮০৪- নেপোলিয়ান ক্ষমতায় অধিষ্ঠিত হন।
১৮৫৯- আমেরিকার দাস বিদ্রোহী ও সমাজ সংস্কারক জন ব্রাউনকে ফাঁসি দেওয়া হয়।
১৯৫৪- এশিয়ার দেশ লাওস পূর্ণ স্বাধীনতা লাভ করে।
১৯৮২- ইউনিভার্সিটি অব উতাহ মেডিকেল সেন্টারে বিশ্বের প্রথম কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়। এ কৃত্রিম হৃৎপিণ্ড দিযে় দন্ত চিকিৎসক বার্নে ক্লার্ক ১১২ দিন বেঁচে ছিলেন।
১৯৯৭- পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত।

জন্ম
১৮৮৮- ভারতীয় বাঙালি গবেষক, সংগ্রাহক এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্ষিতিমোহন সেন।
১৮৯২- বিপ্লবী গোলাম আম্বিয়া খান লোহানি।
১৮৯৮- প্রথম ভারতীয় বাঙালি বিমান চালক প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে যুদ্ধে শহীদ ইন্দ্রলাল রায়।
১৯২১- পটুয়া চিত্রশিল্পী কামরুল হাসান। তিনি ড্রইং-এ দক্ষতা অর্জন করে বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছিলেন। কামরুল হাসানকে সবাই শিল্পী বললেও তিনি নিজে ‘পটুয়া’ নামে পরিচিত হতে পছন্দ করতেন। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে আঁকা এই জানোয়ারদের হত্যা করতে হবে পোস্টারটি খুব বিখ্যাত। তিনি স্বাধীনতা পুরস্কার,বাংলা একাডেমির ফেলো সম্মাননা সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।
১৯২৫- প্রখ্যাত বাঙালি অভিনেতা সন্তোষ দত্ত।
১৯৬০- অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

মৃত্যু
১৯১৮- কলকাতা হাই কোর্টের ভারতীয় বাঙালি বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়েরপ্রথম ভারতীয় উপাচার্য গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
১৯৮৫- ইংরেজ লেখক ও কবি ফিলিপ্ লার্কিন।
১৯৮৭- নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত আর্জেন্টিনার চিকিৎসক ও বায়োকেমিস্ট লুইস ফেদেরিকো লেলইর।
১৯৯১- ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও কথাসাহিত্যিক বিমল মিত্র।

দিবস
আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর