হাওর বার্তা ডেস্কঃ ভোর থেকে ঘন কুয়াশায় ঘিরে আছে চারপাশ। শীত কম থাকলেও কুয়াশার মাত্রা বেশি।
শিবচর হাইওয়ে সূত্র জানিয়েছে, ভোর থেকে মহাসড়কে দূরপাল্লার গাড়ির চাপ নেই। যে কয়েকটি গাড়ি চলছে, তাদের মধ্যেও রয়েছে দীর্ঘ বিরতি। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে চালকদের।
স্থানীয় বাজারের দোকানিরা বলেন, কুয়াশার কারণে বাজারে ক্রেতাদের যাতায়াত কম। দোকানপাটও কম খুলেছে।
শিবচরের বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, সড়কপথে ঘন কুয়াশা দেখা গেলেও নৌপথে কুয়াশা কম। ফলে ফেরি চলাচলে তেমন কোনো সমস্যা হচ্ছে না। সকাল থেকেই ফেরি চলছে। তবে কুয়াশা থাকায় ফেরির গতি কিছুটা ধীর।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিনন আহমেদ বলেন, নৌপথে কুয়াশা কিছুটা কম। ফেরি চলাচল অব্যাহত রয়েছে। বিকেল ৪টা পর্যন্ত চারটি ফেরি নৌপথে চলাচল করবে বলে জানান তিনি।