হাওর বার্তা ডেস্কঃ সফররত পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে প্রথমেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিক বাংলাদেশ।
প্রথম ওভারে উইকেট তুলে নেন শাহিন শাহ আফ্রিদি। দলের হাল ধরার চেষ্টায় তখন নাজমুল হোসেন শান্ত এবং আফিফ হোসেন। ইনিংসের তৃতীয় ওভারে ফের বল হাতে আসেন আফ্রিদি। ওই ওভারের দ্বিতীয় বলে দুর্দান্ত এক ছক্কা হাঁকান আফিফ।
ছক্কা খাওয়ার পর আরও আক্রমণাত্মক ভঙ্গিতে পরের বল ফুলার লেংথে করেন আফ্রিদি। বলটি নিজের ক্রিজের ভেতর দাঁড়িয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে মোকাবিলা করেন আফিফ। বলটি ছুটে আসে বোলার শাহিন শাহ আফ্রিদির হাতে। সেই বল কুঁড়িয়েই স্টাম ঢেকে থাকা আফিফের পায়ে জোরে ছুঁড়ে মারেন আফ্রিদি। আঘাত পেয়ে মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন ব্যাটার আফিফ হোসেন।
দেখা যায়, আফিফ ওই বলে রান নেওয়ার চেষ্টাও করেননি, ছিলেন নিজের ক্রিজে দাঁড়িয়েই। উইকেটের পেছনের দিকে যখন তাকিয়ে ছিলেন আফিফ ঠিক সেই সময়ই শাহিন শাহ আফ্রিদি আফিফের পায়ে বল মারেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আফিফকে মাটিতে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গেই ক্ষমা চান শাহিন শাহ আফ্রিদি। এরপর কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। পরে আফিফ আবারও ব্যাট করতে শুরু করেন।