সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ১

সুন্দরবন থেকে শিকার করে নিয়ে আসা ২৫ কেজি হরিণের মাংসসহ ফারুক ফরাজী (৩০)নামে এক ব্যক্তিকে আটক করেছে বনভিাগ।

সোমবার সকালে বাগেরহাটের মংলা উপজেলার জয়মনি খাদ্যগুদামের সামনে দিয়ে যাওয়ার সময় বনকর্মীরা তাকে আটক করে।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ফরেস্টার মিজানুর রহমান বাদী হয়ে ফারুক ফরাজীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা দায়ের করেছেন।দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফারুক ফরাজী মংলা উপজেলার জয়মনি গ্রামের আজিজ ফরাজীর ছেলে।

চাঁদপাই রেঞ্জের ফরেস্ট রেঞ্জার গাজী মতিয়ার রহমান বলেন, একদল শিকারী ফাঁদ দিয়ে সুন্দরবন থেকে হরিণ শিকার করে লোকালয়ে নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে বনবিভাগের কর্মীরা জয়মনি খাদ্যগুদাম এলাকায় অভিযান চালিয়ে ফারুক ফরাজী নামে এক শিকারীকে আটক করে।এ সময় তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। চাঁদপাই রেঞ্জের ফরেস্টার মিজানুর রহমান বাদী হয়ে ফারুক ফরাজীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা করেছেন।দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর