বলিউড সুপারস্টার সালমান খানের পক্ষে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়ালেন মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সম্প্রতি এক অনুষ্ঠানে রাখি বলেন, ‘সালমান খান তো কোনো বোমা বিস্ফোরণ বা বিমান ধ্বংসের ঘটনা ঘটাননি। তারকা হওয়ায় কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সালমানকে ফাঁসানোর চেষ্টা করছে।’
রাখির মন্তব্যে বলিউডের আরেক তারকা সঞ্জয় দত্তকে খোঁচা দেওয়া হয়েছে বলে মনে করছেন সঞ্জয় ভক্তরা। ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলা মামলায় বর্তমানে জেলে রয়েছেন সঞ্জয় দত্ত। সালমানের পক্ষে কথা বলতে গিয়ে বোমার বিষয়টি আনায় মনে করা হচ্ছে সঞ্জয়কে খোঁচা দিতে গিয়েই এই শব্দটি ব্যবহার করেছেন রাখি।
মুম্বাই বোমা হামলা মামলায় সঞ্জয় জেলে থাকলেও হিট অ্যান্ড রান মামলায় জামিনে রয়েছেন সালমান খান। এদিকে রাখির এমন মন্তব্যে সালমান ও সঞ্জয়ের ভক্তদের মধ্যে বেশ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।