হাওর বার্তা ডেস্কঃ ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত না আসায় এবার লঞ্চ বন্ধের ঘোষণা দিয়েছেন মালিকরা।
আজ শনিবার (৬ নভেম্বর) বিকেলে লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি মাহাবুব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন ।
তিনি বলেন, ভাড়া বৃদ্ধির ব্যাপারে শুক্রবার (৫ নভেম্বর) প্রস্তাব দিলেও শনিবার দুপুর পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তাই তেলের টাকা জোগাড় করতে না পারায় লঞ্চ চালাতে অপারগতা প্রকাশ করেছেন মালিকরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৪ নভেম্বর) থেকে ডিজেল-কেরোসিনের দাম প্রতি লিটার ১৫ টাকা বাড়িয়েছে সরকার। এর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) থেকে বাস চালানো বন্ধ রেখেছেন মালিকরা। এবার বন্ধ হলো লঞ্চ।