তিনি বলেন, ‘সরকার এখনো ভর্তুকি দিচ্ছে। এটাও জনগণেরই টাকা। জনগণের ব্যথা যাতে কমে সেই চেষ্টা করবে সরকার। ধর্মঘট করে এর সমাধান হবে না বসে আলোচনা করে এর সমাধান খুঁজতে হবে।’
সুনামগঞ্জে ৫০তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমবায় কর্মকর্তার কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এ ছাড়া সমবায় দিবসের অনুষ্টানে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, সমবায় নিয়ে বঙ্গবন্ধুর একটা আবেগের জায়গা ছিল, স্বপ্ন ছিল। সমবায় হলো মিলেমিশে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার উন্নয়ন।
‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের মানুষের প্রতি আন্তরিক। মানবিক মানুষ হিসেবে তিনি তাদের মঙ্গলের জন্য কাজ করছেন। তিনিই আমাদের ভরসার জায়গা।’
সুনামগঞ্জে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন মো. শামস উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা সমবায় কর্মকর্তা বশির আহমেদ, সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, সমবায়ী মিজানুর রহমান ও তাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধরমপাশা উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়।
অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ সমবায়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। আলোচনা সভার আগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়।