হাওর বার্তা ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক।
শুক্রবার সন্ধ্যায় শহরের গোলাহাট আটকেপড়া উর্দুভাষীদের নতুন ক্যাম্প (সিনেমা হল ক্যাম্প) এলাকার নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।
নিহত ওই যুবকের নাম মুরাদ হোসেন (৩৫)। তিনি একই এলাকার ইউনুস আলীর ছেলে। তার দুই সন্তান রয়েছে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় মুরাদের ছোট ভাই রিয়াজ হোসেনের বিয়ের অনুষ্ঠান ছিল শহরের সিটি কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে মুরাদের ঝগড়া হয়। পরে কাউকে কিছু না জানিয়ে মুরাদ বাড়িতে চলে আসে।
পরে বাড়িতে ফিরে পরিবারের লোকজন মুরাদকে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। মুরাদকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।