হাওর বার্তা ডেস্কঃ স্ত্রী ও শ্বশুরের ওপর অভিমান করে মো. মিজান নামে এক যুবক নিজের ঘর আগুনে পুড়িয়ে দিয়েছেন। শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ির রামগড় উপজেলার পূর্ব বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মিজান ওই এলাকার মৃত আবদুল মান্নান চকিদারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জের ধরে মিজান তিন বছর আগে স্ত্রীকে তার বাবার বাড়িতে যাওয়াসহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিতে বলেন। কিন্তু শনিবার তার শ্বশুর মেয়ে ও নাতি-নাতনিদের দেখতে তার বাড়িতে আসেন। এ কারণে ক্ষুব্ধ হয়ে তিনি সবাইকে ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) মো. মফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ফায়ার সার্ভিস আসার আগেই টিনের ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার পর থেকে গৃহকর্তা মো. মিজান পলাতক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।